Emirates: সোমবার থেকেই চালু হতে চলেছে কলকাতা-দুবাই উড়ান

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৯, ২০২২ @ ১৭:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ মার্চ:  টানা দু’বছর বন্ধ থাকার পর  আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের চালু হচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে সরকারি নির্ঘণ্ট মেনেই এই পরিষেবা চালু হতে চলেছে। যদিও তার আগে থেকেই আন্তর্জাতিক প্রায় সমস্ত বিমান পরিবহন সংস্থা নিজেদের বার্তা দিতে শুরু করেছে। কলকাতা থেকে একাধিক আন্তর্কজাতিক উড়ান ওঠা-নামা করে। যার মধ্যে রয়েছে এমিরেটস এয়ারলাইন্সও। তারা আগামী সোমবার অর্থাৎ ২১ মার্চ থেকেই কলকাতা-দুবাই সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এমিরেটস এয়ারলাইন্স-এর সঙ্গে কথা বলে সংবাদ প্রভাকর টাইমসকে জানিয়েছেন যে আগামী ২১ মার্চ থেকে কলকাতা-দুবাই উড়ান পরিষেবা চালু হতে চলেছে। সপ্তাহে ১১টি উড়ান চলবে এই রুটে। কোভিডের আগে কলকাতা থেকে ১১টা উড়ানই চলত। পরে পরিস্থিতির কথা ভেবে উড়ানের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার আগের মতোই চলবে।

কলকাতা থেকে দুবাই উড়ান পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যে কটি উড়ান কলকাতা থেকে যায় তার মধ্যে এমিরেটস এয়ারলাইন্স অন্যতম। ব্যবসা, শিক্ষা, মেডিকেলের জন্য বহু ভারতীয় প্রতিদিন এই উড়ানে দুবাই পাড়ি দিয়ে থাকে। তবে কোভিড মহামারীর জন্য সেই যাত্রা থমকে গিয়েছিল। অবশেষে ভারত সরকার পুনরায় আন্তর্জাতিক উড়ান পরিষেবা ২৭ মার্চ থেকে খুলে দেওয়ায় কলকাতার আকাশে আবার স্বমহিমায় উড়তে দেখা যাবে এমিরেটসকে।

Published on: মার্চ ১৯, ২০২২ @ ১৭:০৪


শেয়ার করুন