পার্ক স্ট্রিটে কলকাতা ক্রিসমাস উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন প্রার্থণা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২১, ২০২২ @ ২৩:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ডিসেম্বর: যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে বড়দিনের উৎসবে মেতেছে কলকাতা। আজ পার্ক স্ট্রিটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল-এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন যীশুখ্রিস্টের বানী তুলে ধরে বলেন- স্কলকে অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ করে দাও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“আজকের দিনে এখানে এসে ভালো লাগছে। আমি মনে করি যীশুখ্রিস্টের মঙ্গলময় বানীকে সামনে রেখে এই দিনগুলিকে আমরা যেন স্মরণে রাখি। বাংলা আমাদের গর্ব। বারো মাসে তেরো পার্বন তো লেগেই আছে। আর তার মধ্যে আমরা বলি-ধর্ম যার যার আপনার আর উৎসব সবার।এই উৎসব আমাদের সকলের।”

“আমরা মন্দিরেও যাই, মসজিদেও যাই। আমরা গুরুদ্বারেও যাই, গির্জাতেও যাই। যীশুখ্রিস্ট যে বানী বলেছেন –বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থণা এই তবু। সকলকে শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, সকলকে অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ করে দাও। এই কটা দিন আমরা সবাই সবাইকে যেন সাহায্য করি।” যোগ করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন-“এবার আমরা কলকাতার বাইরেও এই উৎসব করছি। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর ও বারুইপুর চার্চ সহ ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, হাওড়া কমিশনারেট, আসানসোল কমিশনারেট, বিধাননগর কমিশনারেট এসব জায়গাওগুলিকে আমরা আলোর সাজে সাজিয়ে তুলেছি, যাতে হাজার হাজার মানুষ বড় দিনের উৎসব উপভোগ করতে পারে।”

“মনে রাখবেন – সামনেই গঙ্গাসাগর মেলা আসছে। ২৫ তারিখ সবাইকে হেঁটে যেতে বলি, কারণ, ফুড ফেস্টিভ্যাল হয়। এখানেও প্রতিদিন বড় বড় শিল্পীরা আসবেন আর গান গাইবেন।সব উৎসব আমাদেরই উৎসব। আপনারা কেক কাটবেন। আনন্দ করবেন। আমি ২৪ তারিখ চার্চে যাব। ২৫ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত লক্ষ মানুষ ঘুরতে আসে।”  বলেন মুখ্যমন্ত্রী।

Published on: ডিসে ২১, ২০২২ @ ২৩:৪৮


শেয়ার করুন