গতকাল কলকাতা বিমানবন্দর দিয়ে ৪১ হাজারেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২৫, ২০২১ @ ১৬:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ অক্টোবর:  করোনা মহামারীর পর দেশের ভিতর বিমান চলাচল ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। মানুষ এখন সব দিক মেনে করোনা বিধি পালন করেই বিমান যাতত্রা করছে। কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। গতকাল ২৪ অক্টোবর কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

কলকাতা বিমানবন্দর আজ এক ট্যুইট করে জানিয়েছে, ২৪ অক্টোবর কলকাতা বিমানবন্দরে ৩০৩টি অভ্যন্ত্রীণ উড়ান যাতায়াত করেছে। তাতে মোট ৪১ হাজার ৫০০ জনেরও বেশি যাত্রী ভ্রমণ করেছে।ক্রমাগত ক্রমবর্ধমান সংখ্যা আমাদের দলগুলিকে অনুপ্রাণিত করে যারা প্রতিদিন মসৃণ কার্যক্রম নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

২০২০ সালের ২৫ মার্চের পর থেকে দীর্ঘ কয়েক মাস বিমান চলাচল বন্ধ ছিল। করোনা মহামারীর কারণে সেইসময় বিমানযাত্রীরা ঘোর সংকটের মধ্যে পড়েছিলেন। এরপর ২০২০ সালের অক্টোবর মাস থেকে নিয়ম করে কিছু বিধিনিষেধ মেনেই অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়। এছাড়াও বন্দে ভারত মিশন প্রকল্পে কিছু বিশেষ রুটে আন্তর্জাতিক উড়ানও চলাচল শুরু হয়। তবে বর্তমানে দেশে করোনা পরিস্থিতি তুলনা মূলকভাবে সাআভাবিক হওয়ায় বিমানবন্দরগুলিতে অভ্যন্তরীণ বিমান চলাচলে কিছুটা হলেও গতি এসেছে। আর সেই মতোই গতকাল কলকাতা বিমানবন্দর দিয়ে ৪১ হাজারেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন।

Published on: অক্টো ২৫, ২০২১ @ ১৬:৪২


শেয়ার করুন