উন্নয়নের খতিয়ান তুলে ঝাড়গ্রাম পুরসভার প্রচারে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস

দেশ রাজ্য
শেয়ার করুন

  • আগামী 27 শে ফ্রেবুয়ারি ঝাড়গ্রাম পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হবে।
  • শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় ঝাড়গ্রাম পুরসভার 13,14,15,17,18 ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা করে তৃণমূল কংগ্রেস।

সংবাদদাতা- সুদর্শন বেরা

Published on: ফেব্রু ২২, ২০২০ @ ১০:১২ 

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২২ ফেব্রুয়ারি:  পুরভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। কিন্তু তা বলে নিজেদের ঘরের মধ্যে আটকেও রাখেননি তৃণমূলের নেতা-কর্মীরা। পরীক্ষা আসন্ন- এই ভেবে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। আর সেখানে তারা সারা বছর ধরে যেসমস্ত উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেগুলি সামনে নিয়ে পুরভটের প্রচার শুরু করে দিয়েছেন। ঝাড়গ্রাম পুরসভা এলাকায় এভাবেই ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

কবে হতে পারে ভোট

2018 সালে মেয়াদ শেষ হওয়ায় সত্ত্বেও ঝাড়গ্রাম পুরসভার নির্বাচন হয়নি।ঝাড়গ্রাম পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছে পুরপ্রাসাসক।সামনের এপ্রিল মাসে সম্ভবত ঝাড়গ্রাম পুরসভা নির্বাচন হবে। আগামী 27 শে ফ্রেবুয়ারি ঝাড়গ্রাম পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হবে।ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর যেকোনো দিন রাজ্যের নির্বাচন কমিশন ঝাড়গ্রাম জেলার একমাত্র ঝাড়গ্রাম পুরসভা্র নির্বাচনের দিন ঘোষণা করতে পারে।তাই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।

ঝাড়গ্রামে কা্র কটা আসন

উল্ল্যেখ করা যায় যে 2013 সালের পুরসভা নির্বাচনে বামেদের হটিয়ে ঝাড়গ্রাম পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।ঝাড়গ্রাম পুরসভার 18 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 17 টি আসনে জয়লাভ করেছিল এবং 1 টি আসনে জয়ী হয়েছিল সিপিআই প্রাথী। পরে জয়ী সিপিআই কাউন্সিলার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।কিন্তু গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি টেক্কা দেয় তৃণমূলকে।তাই অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের প্রচারে উন্নয়ন মূল হাতিয়ার

উন্নয়ন কে হাতিয়ার করে ঝাড়গ্রাম পুরসভা নির্বাচনে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়ের নেতৃত্বে শুরু হয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় ঝাড়গ্রাম পুরসভার 13,14,15,17,18 ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা করে তৃণমূল কংগ্রেস।ওই সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়, প্রাক্তন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, তৃণমূল কংগ্রেস নেতা সত্যজিৎ সিনহা ও উত্তম দত্ত সহ তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন।ওই সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায় দলীয় কর্মীদের বলেন তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম পুরসভায় 5 বছর ক্ষমতায় থাকা কালীন কি কি উন্নয়নের কাজ করেছে এবং রাজ্যের মা মাটি মানুষের সরকার ঝাড়গ্রাম পুরসভা উন্নয়নের জন্য কি কি কাজ করছে- তা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দেন।সেই সঙ্গে পুরনাগরিকদের অভাব অভিযোগের কথা দলীয় কর্মীদের শোনার ও নির্দেশ দেন।

তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায় যা জানালেন

প্রশান্ত বাবু বলেন- ঝাড়গ্রাম বাসীর প্রধান সমস্যা ছিল পানীয় জলের সমস্যা,সেই সমস্যার সমাধান হতে চলেছে। ঝাড়গ্রাম শহরবাসীকে আর পানীয় জলের সমস্যায় পড়তে হবে না।বিজেপি তৃণমূল কংগ্রেস এর বিরুধ্যে মিথ্যা অভিযোগ করে মানুষ কে ভুল বোঝাচ্ছে, ঝাড়গ্রামের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রত্যাখ্যান করবে ও শান্তি ও উন্নয়নের কান্ডারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ের হাতকে শক্ত করতে ঝাড়গ্রাম পুরসভার 18 টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রাথীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।তাই নির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় সত্ত্বেও প্রশান্ত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ঝাড়গ্রাম পুরসভার 18 টি ওয়ার্ডে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে।

Published on: ফেব্রু ২২, ২০২০ @ ১০:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 59 = 65