TRAIN 18: ভারতীয় রেলে এক নয়া ইতিহাস তৈরি হতে চলেছে কাল

Main দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: নভে ১৬, ২০১৮ @ ২৩:০৫

এসপিটি নিউজ ডেস্কঃ আগামিকাল ভারতীয় রেলে এক নয়া ইতিহাস রচনা হতে চলেছে। ১৬৫ বছরের ভারতীয় রেলে তৈরি হতে চলেছে এক নয়া অধ্যায়। দেশের রেল পরিবহনে এ এক অভূতপূর্ব ঘটনা। স্বাধীনতার পর এই প্রথম ইঞ্জিন ছাড়াই দূরপাল্লার ট্রেন চলবে এবার। আগামিকাল তার প্রথম ক্ষেত্র আত্মপ্রকাশ করতে চলেছে। ভারতীয় রেল সর্বপ্রথম বেরিলি-মোরাদাবাদ বিভাগে এই নয়া ট্রেন চলাচলের সূচনা করতে চলেছে। যা নিয়ে এখন সাজো সাজো রব।

এই নয়া ট্রেনের নাম দেওয়া হয়েছে “ট্রেন ১৮”। যা ভারতের প্রথম ইঞ্জিন হীন ট্রেন। এটি করেছে রেসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। ইতিমধ্যে তাদের একটি দল মোরাদাবাদে পৌঁছে গেছে পরীক্ষামূলক ট্রায়াল রানের জন্য। কেমন হবে এই ট্রেন।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই নয়া ট্রেন তৈরি করা হয়েছে। “মেক ইন ইন্ডিয়া” স্লোগানকে সামনে রেখেই এই ট্রেনের সূচনা করে হচ্ছে। প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই নয়া ট্রেন। ট্রেন্টি শতাব্দী ট্রেনের জায়গায় স্থানান্তরিত করা হবে। গোটা ট্রেনটাই রাখা হয়েছে বাতানুকুল। ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। যার মধ্যে এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ শ্রেণি থাকছে। সিটের পাশে দেওয়ালজুড়ে থাকছে সুদৃশ্য জানালা। আসন সংখ্যা ১,১২৮টি।

ট্রেন ১৮ এক সুদৃশ্য অত্যাধুনিক কোচ পরিবেষ্টিত। গোটা ট্রেনটি বন্ধ থাকবে। স্টেশন এলে দরজা খুলে যাবে।স্বয়ংক্রিয় দরজা। থাকছে অয়াই-ফাই, জিপিএস ব্যবস্থাও। মডিউলার টয়লেট, এলইডি লাইট।সমস্ত কোচে থাকছে সিসিটিভি ক্যামেরাও, যা নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

Published on: নভে ১৬, ২০১৮ @ ২৩:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 3