প্রধানমন্ত্রী মোদির তোপঃ কংগ্রেস দেশের কোটি কোটি মানুষের উপর হিন্দু আতঙ্কবাদের দাগ লাগানোর চেষ্টা করেছে

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • প্রধানমন্ত্রী মোদি বলেন- হিন্দুরা কোনওদিন আতঙ্কবাদের সঙ্গে যুক্ত ছিল, ইতিহাসে কি এমন কোনও ঘটনার কথা আছে?
  • “আমি একথা গর্বের সঙ্গে স্বীকার করছি যে আমি শৌচালয়ের চৌকিদারি করছি।”
  • “আপনাদের গালি আমার জন্য গয়না।”

Published on: এপ্রি ১, ২০১৯ @ ১৭:০৯

এসপিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহারাষ্ট্রের ওয়ার্ধায় এক নির্বাচনী জনসভায় কংগ্রেস এবং এনসিপি-র উপর আক্রমণ করেছে। তিনি বলেন যে দুটি দল ভোট বয়াঙ্কের রাজনীতির জন্য যে কোনও কিছু করতে পারে। কংগ্রেস দেশের কোটি কোটি মানুষের উপর হিন্দু আতঙ্কবাদের দাগ লাগানোর চেষ্টা চালিয়েছে। হিন্দুরা কোনওদিন আতঙ্কবাদের সঙ্গে যুক্ত ছিল, ইতিহাসে কি এমন কোনও ঘটনার কথা আছে?

“হিন্দুরা কোনওদিন আতঙ্কবাদের সঙ্গে যুক্ত ছিল”

1) মোদি বলেন -“আমাদের দেশে কোটি কোটি মানুষের উপর হিন্দু আতঙ্কবাদের দাগ লাগানোর প্র্যাস কংগ্রেস চালিয়ে গেছে। হাজারো সালের ইতিহাস, হিন্দুরা কোনওদিন আতঙ্কবাদের সঙ্গে যুক্ত ছিল, এমন একটি ঘটনা আছে ? ইংরেজ ইতিহাসবিদরা কোনওদিন হিন্দু হিংসকের কথা বলেছেন?”

2) প্রধানমন্ত্রী বলেছেন- এনসিপি প্রধান শরদ পাওয়ার কখনও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ তিনি নির্বাচনে লড়তেই চাইলেন না। তিনি ভালোমতোই জানেন যে হাওয়া এখন কোন দিকে বইছে। শরদ পাওয়ার চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি নির্বাচনে লড়বেন। কিন্তু পরে তিনি বলেন যে আমি রাজ্যসভাতেই সন্তুষ্ট। এবার অনেককেই জনতা নির্বাচনের আগেই ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে।এনসিপিতে এই নিয়ে বড় ধরনের পারিবারিক যুদ্ধ চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পাওয়ারজির ভাইপো এখন পার্টির কর্তৃত্ত্ব নিতে চলেছে। পাওয়ারজিকে এজন্য টিকিট দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

“শৌচালয়ের চৌকিদার হওয়া আমার জন্য গর্বের কথা”

3) মোদি বলেন-“ কিছু দিন আগে এক বর্ষীয়ান নেতা বলেছিলেন যে আমি নাকি শৌচালয়ের চৌকিদার। আমি একথা গর্বের সঙ্গে স্বীকার করছি যে আমি শৌচালয়ের চৌকিদারি করছি। আপনাদের গালি আমার জন্য গয়না। যেদিন থেকে আমি শৌচালয়ের চৌকিদার হয়েছি সেদিন থেকে আমি ভারতের কোটি কোটি মা-বোনেদের সম্মান রক্ষার জন্য চৌকিদার হয়েছি।”

উল্লেখ্য, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথেক নিউজ চ্যানেলে বিজেপি ও তাদের নেতাদের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল-প্রধানমন্ত্রী বলে থাকেন যে আমি চৌকিদার। তিনি কাদের চৌকিদার মহিলাদের, কৃষকদের নাকি শৌচালয়ের? মোদি এবং শিবরাজ বলেন যে তাদের দল কৃষক স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।তারা কি রাবাদের পাঠ পড়াবেন?

হিন্দুস্তানের হিরো চান নাকি পাকিস্তানের

4) মোদি বলেন- “বিদর্ভের মানুষের কাছে জানতে চাই-আপনাদের কোনটা বেশি প্রয়োজন যিনি হিন্দুস্তানের হিরো তাঁকে নাকি যিনি পাকিস্তানের হিরো তাঁকে? আপনাদের প্রমাণ চাই নাকি দেশের প্রমাণের জন্য গর্ব হওয়া উচিত। আপনারা বলুন প্রমাণ চাওয়া মানুষদে্র উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না। এ সেই কংগ্রেস-এনসিপি মহাজোট যারা আজাদ ময়দানে ভিড়ে শহীদের স্মারককে জুতো দেখানোর মতো জঘন্য কাজ করেছিল। এখানেই শেষ নয়, সেসময় এনসিপি-কংগ্রেস সরকার এটাও সুনিশ্চিত করেছিল যে আজাদ ময়দানে হিংসা করা মানুষদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।”

Published on: এপ্রি ১, ২০১৯ @ ১৭:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 + = 83