ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেন চেয়ে মমতা চিঠি দিলেন প্রধানমন্ত্রী মোদিকে

Main কোভিড-১৯ দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ২১:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ এপ্রিলঃ  করোনার দ্বিতীয় তরঙ্গ গোটা দেশকে নড়িয়ে দিয়েছে। ক্রমেই সংক্রমণ বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গেও পরিস্থিতি ক্রমেই উদ্বগজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি রাজ্যের জন্য ভ্যাকসিন, ওষুধ এবং অক্সিজেন পাঠানোর আবেদন জানালেন।

মমতা লিখেছেন- গত ২৪ ফেব্রুয়ারি, ৩০২১ আপনাকে চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে উল্লেখ করেছিলাম যে রাজ্য তার নিজের ফান্ড থেকে ভ্যাকসিন কিনতে চায়।য়ার তা সমস্ত রাজ্যবাসীকে বিনা মূল্যে দিতে চায়।যদিও তা হয়নি। ইতিমধ্যেকরোনার মামলা ক্রমে বেড়ে গেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিজেপি-র নাম না করে লিখেছেন- রাজ্যে নির্বাচনের প্রচারে কিছু রাজনৈতিক দলের হয়ে বহিরাগতরা ব্যাপক সংখ্যায় আসছে।

তিনি লিখেছেন- এই পরিস্থিতিতে মূলত তিনটি জিনিসের বিশেষভাবে প্রয়োজন। প্রথমত, ভ্যাকসিনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে আমাদের রাজ্যকে, সবচেয়ে বেশি করে কলকাতাকে। কারণ, কলকাতায় জনসমাগম সবচেয়ে বেশি হয়ে। বেশি মানুষের যাতায়াত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রের অনিয়মিত সরবরাহের জন্য রাজ্য ভুগছে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গ টিকা দানে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২.৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন যেখানে ৫.৪ কোটি ডোজ। আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব এই ডোজগুলি যেন সরবরাহ করা হয়।

দ্বিতীয়ত, অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ আজ অনিশ্চিত হয়ে পড়েছে, যেখানে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন রেমডিসিভির ও টোকিলিজুমাব। আমাদের রোজ প্রয়োজন ৬০০০ রেমডিসিভির এবং ১০০০ টোকিলিজুমাব।এখন আমরা রোজ মাত্র ১০০০ রেমডিসিভির দেওয়া সম্ভব। তবে টোকিলিজুমাব আমাদের কাছে নেই। এই অত্যাবশ্যকীয় ওষুধ যত তাড়াতাড়ি সম্ভব সরাবরাহ করা প্রয়োজন।

তৃতীয়ত, অক্সিজেনের সরবরাহ। মমতা লিখেছেন- সেইল আমাদের অক্সিজেন সরবরাহ করছে। কিন্তু এই সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেবিষয়ে নিশ্চিত করতে হবে।

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ২১:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 67 =