কলকাতায় ১৬ জুন থেকে শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা, উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৪, ২০২৩ @ ২৩:৪৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুন: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য আবারও সুখবর। কলকাতায় আবার শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা। স্থান সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আয়োজক ব্লু-আই ইন্ডিয়া এবং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। আগামী ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত এই পর্যতন মেলা অনুশঠিত হবে। ১৬ জুন পর্যটন মেলার উদ্বোধন করতে আসবেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা জানিয়েছেন, পুজোর ছুটিকে সামনে রেখেই এই মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভ্রমণ বিষয়ে অনলাইন বুকিং-এ কিছু মানুষ যারা প্রতারিত হচ্ছেন সেই দিকে নজর রেখে এই বিষয়ে মেলায় সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে বলে তারা জানিয়েছেন।

টিএএবি-র সাধারণ সম্পাদক অমিতাভ সরকার

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সাধারণ সম্পাদক অমিতাভ সরকার আজ জানিয়েছেন- এই মাসের ১৬, ১৭, ১৮ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটা ট্যুরিজম ফেয়ার করতে যাচ্ছি। এবার এটা ব্লু-আই ইন্ডিয়া ও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এক সঙ্গে যৌথভাবে এটা করছি। যারা সাধারণ ট্রাভেলার আছেন তাদের কাছে যাতে আরও সুবিধা পৌঁছনো যায় এবং নানা ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে এটা করছি।

ব্লু-আই ইন্ডিয়ার কর্ণধার সুব্রত ভৌমিক

ব্লু-আই ইন্ডিয়ার কর্ণধার সুব্রত ভৌমিক জানান- আমরা ট্যুরিজম ফেয়ার ভারতের ১২টা শহরে করে থাকি। উদ্দেশ্য হল, প্রত্যেক ট্রাভেলার যাতে সঠিকভাবে ইনফর্মেশন সংগ্রহ করতে পারে সেদিকেই আমাদের লক্ষ্য। এবছর কলকাতায় আমরা ট্যুরিজম ফেয়ার করছি ১৬, ১৭ এবং ১৮ জুন। পুজোর আগে বাঙালিরা ঘোরার জন্য ভীষণভাবে ব্যাকুল থাকে। কিন্তু শেষ মুহূর্তে প্ল্যানিং করার জন্য ঠিকভাবে ঘুরতে পারে না। এছাড়াও ইদানীং ট্রাভেল ইন্ডাস্ট্রিতেও সাইবার ক্রাইম হচ্ছে। হোটেল বুকিং-এর নামে তারা টাকা ট্রান্সফার করে দিচ্ছে। পরবর্তী সময় তাদের কাছে সেটা রিকোভারি হয়ে আসছে না। এর ফলে ট্রাভেলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে নজর রেখে আমরা এই মেলায় রাজ্য সরকারের প্রতিনিধি থেকে শুরু করে অথোরাইজড ট্রাভেল এজেন্টদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছি। এর ফলে উপস্থিত ট্রাভেলাররা এই আলচনার মধ্য থেকে কিছু প্রয়োজনীয় কিছু বিষয় জানতে পারবেন। অনলাইনে বুকিং কিভাবে করতে হবে, সেই সম্পর্কে মূল্যবান পরামর্শ তারা দেবেন।

সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। থাকছে পর্বতারোহী পিয়ালী বসাক। আমাদের রাজ্যের প্রতিনিধিরাও থাকছে। আমাদের ১০০-র বেশি অংশগ্রহণকারী আছে। ভ্রমণকারীরা এখানে ট্রাভেল এজেন্টদের সঙ্গে এবং বিভিন্ন সরকারি ভ্রমণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। করোনার পর এখন দেখা যাচ্ছে বহু ট্রাভেলার ভারতের বিভিন্ন রাজ্যে যেমন ভ্রমণ করছে তেমন তারা বিদেশেও ভ্রমণ করছে।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কৌশিক কর

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কৌশিক কর জানান, এই সময় এই পর্যটন মেলা ভ্রমণকারিদের কাছে দারুনভাবে উপকারে আসবে। কারণ, পুজোর ছুটির সময় ধরে নিয়ে হিসাব করলে ট্রেনের টিকিট ১২০ দিন আগে কাটতে হয়। সেই অনুযায়ী আমাদের এই পর্যটন মেলা কিন্তু সেই সময়কে ধরেই হতে চলেছে। অর্থাৎ এই মেলায় এসে কেউ যদি বুকিং করেন তাহলে তার ভ্রমণ পরিকল্পনা একেবারে সঠিক ভাবেই হবে। দ্বিতীয়ত, ইদানীং এখন অনলাইন বুকিং খুব হচ্ছে। তবে অনেকেই সঠিক জায়গায় না করে ভুল জায়গায় করে ফেলে। ফলে তারা প্রতারণার শিকার হচ্ছে। তাই আপনারা যদি এই মেলায় এসে যদি আমাদের অ্যাসোসিয়েশনের ভ্রমণ সংস্থার কাছ থেকে কিংবা অন্য কোনও সংস্থার মাধ্যমে বুকিং করেন তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরেও যদি কেউ প্রতারিত হন তাহলে সেক্ষেত্রেও তাদের অভিযোগ জানানোর একটা জায়গা থাকছে।

এক কথায়, এবারের পর্যটন মেলা এক নতুন আঙ্গিকে হতে চলেছে।

Published on: জুন ১৪, ২০২৩ @ ২৩:৪৮


শেয়ার করুন