কলকাতায় ট্যুরিজম অ্যাসোসিয়েশনগুলির সহযোগিতায় মুগ্ধ ইন্ডিয়া ট্যুরিজমের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরী

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে বড় ধরনের যোগ সেশন

Published on: জুন ১৫, ২০২৩ @ ১২:০৮

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ জুন: ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার উদ্যোগে এবার বিশ্ব রক্তদাতা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। সেই উপলক্ষ্যে আয়োজিত হয়েছে এক রক্তদান শিবির। যেখানে সহযোগিতার হাত্র বাড়িয়ে দিয়েছে কলকাতার সব কটি ট্যুরিজম অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনগুলির এমন সুন্দর ভূমিকাকে বাহবা জানিয়েছেন ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার রিজিওনাল ডিরেক্টর (পূর্বাঞ্চল) সাগ্নিক চৌধুরী। তিনি জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

‘ট্যুরিজমই পারে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে’

গতকাল ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষ্যে ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা এক রক্তদান শিবিরের আয়জন করে। আর সেই আয়জনকে বাস্তবায়িত করতে এগিয়ে আসে ট্রাভেল এজন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি), ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই), ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স (আইএটিও), ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (টিএএবি),অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল (এটিএসপিবি), এইচআরএইআই এবং এডিটিওআই। এখানে টাফি একটা বড় ভূমিকা পালন করেছে। টাফি’র চেয়ারম্যান(পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি জানিয়েছেন, এটা আমাদের বাংলাতেই সম্ভব। সবাই মিলেমিশে কাজ করেছি। ট্যুরিজমই পারে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে।

রক্তদান অবশ্যই অতি প্রয়োজনীয় একটি উদ্যোগ

এবারের বিশ্ব রক্তদাতা ক্যাম্পেইনের স্লোগান হলো ‘রক্ত দিন, প্লাজমা দিন, জীবন ভাগ করুন, প্রায়ই ভাগ করুন’। এটি এমন রোগীদের উপর ফোকাস করে যাদের জীবনব্যাপী ট্রান্সফিউশন সাপোর্ট প্রয়োজন এবং রক্ত বা প্লাজমা মূল্যবান উপহার দেওয়ার মাধ্যমে প্রতিটি একক ব্যক্তি যে ভূমিকা পালন করতে পারে তার উপর জোর দেয়।এই প্রসঙ্গ টেনে সাগ্নিক চৌধুরী বলেন- “এ ব্যাপারে যদি পাবলিসিটি বা প্রচার করতে হয় তাহলে রক্তদান অবশ্যই অতি প্রয়োজনীয় একটি উদ্যোগ। এই প্রথম  আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি পার্ক স্ট্রিটে। যেখানে আমাদের টুরিজম অর্গানাইজেশন রয়েছে , যেমন- টিএএফআই, টিএএআই, এইচআরএইআই, আইএটিও, এডিটিওআই, টিএএবি এবং এটিএসপিবি এরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যৌথভাবে এটি আয়োজন করেছি। খুবই ভালো সাড়া পেয়েছি। তাদের সদস্যরা শুধু নয় প্রচুর সাধারণ মানুষও রক্তদান করতে এসেছে। এটি আমাদের কাছে খুব ভালো অনুভূতি। কারণ, ব্লাড ব্যাঙ্কটা অ্যাপেলো হাসপাতালের সাথে করা গেছে যৌথভাবে।”

সুস্থ থাকা সব চেয়ে আগে প্রয়োজন- সাগ্নিক চৌধুরী

রক্তদান আর পর্যটন দুটিই আজ এক সঙ্গে জুড়ে গিয়েছে। এই প্রসঙ্গ উঠতেই সাগ্নিক চৌধুরী বলেন- “পর্যটকের সঙ্গে রক্তদানের সংযোগ খুবই তাৎপর্যপূর্ণ। পর্যটন তখনই ফুলে ফেপে উঠবে যখন মানুষ সুস্থ থাকবেন। ভালো থাকবেন। যদি আমি সুস্থই না থাকব তাহলে পর্যটনের অনুভূতিটা কিভাবে নেব। সেই জন্য সুস্থ থাকা সব চেয়ে আগে প্রয়োজন।”

ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে বড় ধরনের যোগ সেশন

ফিট ইন্ডিয়া একটা মনোনয়ন ছিল। বিশ্ব যোগ দিবস এগিয়ে আসছে। বিশ্ব যোগ দিবসেও আমরা একটা উদ্যোগ নিয়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বড় ধরনের যোগ সেশন করব। সেই জন্য এই হেলথ কেয়ারের দিকে নজর দেওয়া খুব প্রয়োজন। এবারই আমরা প্রথমবার এই উদ্যোগটা নিলাম। আশা করি, এখন থেকে প্রতি বার এই কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে পারব। যোগ করেন ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার রিজিওনাল ডিরেক্টর (পূর্বাঞ্চল) সাগ্নিক চৌধুরী।

Published on: জুন ১৫, ২০২৩ @ ১২:০৮


শেয়ার করুন