তৃতীয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী শুরু ২৬ ডিসেম্বর

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: ডিসে ২৫, ২০২৪ at ১১:১০

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ ডিসেম্বর: মানুষের জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে বিজ্ঞান। বিজ্ঞানের প্রাসঙ্গিকতা আজ বিশ্বজুড়ে বেড়ে চলেছে। তা সত্ত্বেও এখনও অন্ধ কুসংস্কারের মানুষের একাংশ আজও ডুবে আছে। তাই আজ আরও বেশি করে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা গরে তোলার প্রয়োজনীয়তা বাড়ছে। আর সেই কাজটাই করে চলেছে বিজ্ঞান মনস্ক মানুষেরা। তারই অংশ হিসাবে আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে তৃতীয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। এর আয়োজক ১৮তম সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অর্গানাইজিং কমিটি। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কমিউনিটি হলে এই মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন সত্যেন্দ্র নাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর অধিকর্তা তনুশ্রী সাহা-দাশগুপ্ত। উপস্থিত থাকার কথা প্রধান পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শ্যামসুন্দর দানা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি ও ১৮তম সারাভারত জনবিজ্ঞান কংগ্রেসের কার্যকরী সভাপতি স্ত্যজিৎ চক্রবর্তী সহ অনেকে।

প্রথম দিন  অর্থাৎ ২৬ ডিসেম্বর “স্বাস্থ্যের জন্য প্রাণীজ খাদ্যের ভূমিকা” বিষয়ে এক আলোচনা চক্র। সেখানে অংশ নেবেন কলকাতা পুরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা তরুণ কুমার সাফুই, অধ্যাপক শুভাশীষ বিশ্বাস, অধ্যাপক বরুণ রায়, অধ্যাপক প্রসেনজিৎ মালি, মদন মাইতি। গোটা আলোচনা সভাটি সঞ্চালনা করবেন দুগ্ধশিল্প বিশেষজ্ঞ ড অসিতাভ শুর।

বিশিষ্ট আলোকচিত্রী বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা বন্যপ্রাণ সংক্রান্ত ফটো গ্যালারির উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ।

থাকছে “ ট্রেজার্স অফ গরুমারা” চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। এছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর থাকছে ১৮ তম সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

তৃতীয় দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর থাকছে “প্রাণী স্বাস্থ্যে ফার্মাসিউটিক্যালস শিল্পের ভূমিকা”। এই আলোচনায় অংশ নেবেন- মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি কে দাস, অধ্যাপক এন ঘোষ, অধ্যাপক এস বটব্যাল। এই বিষয়ে কিছু তুলে ধরবে ভিব্যাক অ্যানিম্যাল হেলথ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, স্যাভা হেলথকেয়ার লিমিটেড, মেট্রোপলিটন ভেটেরিনারি ডায়াগনস্টিক এন্ড রিসার্চ, ভিভাল্ডিস অ্যানিমায়ল হেলথ, জোয়েটিক্স ইন্ডিয়া লিমিটেড। সবশেষে আলোচনায় বক্তব্য উপসঙ্ঘার টেনে ইতি টানবেন ড সুবীর ভট্টাচার্য। আলোচনায় ধন্যবাদ জ্ঞাপন করবেন অধ্যাপক এস হালদার।

মেলার সবেচেয়ে আকর্ষণীয় দিক থাকছে একেবারে শেষ দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর। এদিন দুপুর একটা নাগাদ শুরু হবে ডগ শো। উদ্বোধক বিশিষ্ট অভিনেতা পরিচালক ও পশুপ্রেমী তথাগত মুজঘার্জী, অতিথি হিসাবে থাকছেন লোকনাথ দে।

এর পাশাপাশি ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড আয়োজিত টেকনিক্যাল সেমিনার –এর বিষয় Driving Growth through Blue Economy: Policies and Programmes.

এছাড়াও থাকছে সেলফি জোন। সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কাঁচড়াপাড়া বিজ্ঞান দরবার তাদের বিজ্ঞান প্রদর্শনী প্রদর্শন করবে। এছাড়াও ইন্সটিটিউট অফ উড সায়েন্সেস এন্ড টেকনোলজি তাদের বাঁশ নিয়ে কারিকুরি প্রদর্শন করবে। (File Picture)

Published on: ডিসে ২৫, ২০২৪ at ১১:১০


শেয়ার করুন