কুপিয়ে,চোখ উপড়ে কেশিয়াড়ীতে খুন তৃণমূল নেতাকে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পোড়ানো হল পতাকাও

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ ,কেশিয়াড়ীঃ দলীয় বৈঠক সেরে ফেরার পথে মঙ্গলবার রাতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে৷ চোখ উপড়ে,কুপিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিরা৷ বুধবার সকালে রাস্তার পাশে সেই রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা৷ এই ঘটনা জানাজানি হতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে ক্ষোভে ফুঁসতে থাকে দলীয় কর্মীরা৷ একাধিক স্থানে বিজেপির পতাকা পুড়িয়ে ,রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায় তারা৷ অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে থা্নায় পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষন৷
ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার ডাডরা এলাকার৷ ডাডরা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাঁতরা ৪৮ (ঝাড়েশ্বর সাঁতরা) তৃণমূলের স্থানীয় ৬ নং অঞ্চল সভাপতি ৷ মঙ্গলবার রাতে দলীয় বৈঠকে গিয়েছিলেন কেশিয়াড়ীর নচিপুরে৷ সেখান থেকে মোটরবাইকে করে বাড়িতে ফিরছিলেন রাত সাড়ে আটটা নাগাদ৷ বা়ড়িতে ফেরার সময় তিনি একাই ছিলেন৷ স্থানীয়রা জানান -রাস্তায় ফেরার সময় ভসরাঘাট ঢোকার আগে তার ওপরে সশস্ত্র দুষ্কৃতিরা আক্রমনে করে৷ মাথায় অনেক গুলি ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে৷নৃশংস ভাবে তার চোখ তুলে নেওয়া হয়েছে৷এরপরে তাকে ফেলে দেওয়া হয়েছে রাস্তার পাশের জমিতে৷ সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গ্রামবাসীরা রক্তাক্ত ঝাড়েশ্বরবাবুর দেহটি পড়ে থাকতে দেখেন৷ তাঁরাই পুলিশকে খবর দিয়ে দেহ উদ্ধার করেন ৷
স্থানীয় বাসিন্দা সহ বেশ কয়েকশ তৃণমূলের কর্মীরা এরপরই কেশিয়াড়ী থানাতে গিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে৷ পুলিশকে নিয়ে টাঁনা হেঁচড়াও হয় কিছুক্ষন ৷ তৃণমূলের কর্মীদের দাবি বিজেপির লোকজন এই পরিকল্পিত হামলা করেছে৷ এই অভিযোগ তুলে কেশিয়াড়ীতে বাসস্ট্যান্ডের সামনে বিজেপির পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ সকাল থেকে সেখানে রাস্তা অবরোধও হয়৷ বাসস্ট্যান্ড ছাড়াও কেশিয়াড়ীর বিভিন্ন স্থানে একই রকমের অবরোধ চলে দফায় দফায় ৷

বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷ বিজেপি জেলা সভাপতি সমিত দাস বলেন “ আমাদের কোনো কর্মী বা কেউই এই কান্ডে নেই ,তৃণমূলের দলীয় কোন্দলেই হয়তো ঘটে থাকতে পারে এমনটি ৷” এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন “ আমাদের ওখানে কোনো গেষ্ঠী নেই,গোষ্ঠী সংঘর্ষের কোনো গল্প নেই ৷ পুরো কান্ডের পেছনে বিজেপি রয়েছে বলেই স্থানীয় কর্মীরা জানিয়েছেন৷ আমরা পুলিশকে তদন্ত করে দোষীদের গ্রেফতার করার অনুরোধ করেছি ৷”

ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =