
দ্য ফিফটিজ লিগ- কাউন্ট ডাউন শুরু , আর মাত্র চার দিন বাকি
Published on: ফেব্রু ৩, ২০২৫ at ১৭:১৫
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ৩ ফেব্রুয়ারি : কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতায় আয়োজিত ৫০ বলের ক্রিকেট প্রতিযোগিতার। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য ফিফটিজ লিগ ‘। টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার ট্রিপেনকেয়ার। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে অংশগ্রহণকারী ছ’টি দল তাদের খেলোয়াড় চূড়ান্ত করে ফেলেছে। কারা কারা খেলছে সেই ছ’টি টিমে , আসুন জেনে নেওয়া যাক।
সুপরিচিত ট্রাভেল কোম্পানির কর্নধার এম এফ ফজল সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন- এই টুর্নামেন্টে মোট ছ’টি দল খেলছে। দলগুলি হল- পাঠান ব্রাদার্স, মুর্শিদাবাদ কিংস, আরবানা স্টার্স, হানজালা স্ট্রাইকার্স, আরবান ওয়ারিয়র্স,
১) পাঠান ব্রাদার্স-
মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), সমর হাসমি (সহ-অধিনায়ক), এহিতসাম, শোয়েব জামাল, আমির খান, নাজিম, কামরান, জাহিদ, সেখ মুসারফ, সমীর, আফনান।
২) মুর্শিদাবাদ কিংস-
শাহ্রুখ আমির, শাদাব, ইনায়াত, দৌলত খান, শাহ্রুখ খান, আবদুল হালিম(অধিনায়ক), শেখ রাজা(সহ-অধিনায়ক), জনি শেখ, টিটু শেখ, শুভম, শোয়েব আখতার
৩) আরবানা স্টারস-
ইয়াওয়ার হাসমি (অধিনায়ক), শাহিল খান, সয়েদ দানিশ, অধিরাজ জোহরি, চন্দন সাহানি, দীপক বাচাওয়াত, সি কে ভাই, ধীরাজ ভাই, রীতেশ সিং, রোহিন ভার্তিয়া, সৈয়দ আকবর ইমাম, সুরজিত মাইতি
৪) হানজালা স্ট্রাইকার্স-
আসিফ আহমেদ (অধিনায়ক), মহম্মদ কায়িফ(সোয়ান), আব্দুস সামে, জাহির আব্দুল্লা, শাহনওয়াজ আলম, ওয়াসিম আক্রম, মহম্মদ আমন আলি, মহম্মদ ওয়াহিদ হোসেন, আর্সেনাল উল হক, আবরার তানউইর, মহম্মদ ইমরান
৫) আরবান ওয়ারিয়র্স-
আরাফত (অধিনায়ক), শুভেন্দু দাস, আহ্মার নজির, মহম্মদ সামিউদ্দিন, শেখ আনসার, মহম্মদ জাইদ, মহম্মদ ইলিয়াস, ওয়াসিম আলি, সেখ সাজিদ, মহম্মদ কাঈফ, মহম্মদ ইমরান
৬) থ্রিএম প্রিডেটর্স-
আলতাফ, তানউইর হাসমি, মিরাজ মিস্ত্রি (অধিনায়ক), ইন্তিখাব, শেখ কালিম, রিয়াজ আহমেদ, ইকলাক রাজা, শেখ বসির, ঈজাজ, শেখ সোহেল, মনহাজ আহমেদ। এই দলের মেন্টর মহম্মদ ইব্রাহিম।
খেলা শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ ৯ ফেব্রুয়ারি ২০২৫। ৫ বলে এক ওভার- এই নিয়মেই চলবে খেলা। সেই মতো ৫০ বল মানে ১০ ওভারের খেলা। ট্যাংরায় হার্ভার্ড হাউস মাঠে ৫০ বলের এই রঙিন ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে দলগুলির মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। লিগ পর্যায়ে সবার সঙ্গে সবার খেলা হবে। সেমিফাইনালে চারটি দল পৌঁছবে।
৯ জানুয়ারি দুপুর থেকে শুরু হবে সেমিফাইনাল । তবে ফাইনাল ম্যাচটি হবে দিন ও রাতের খেলা। খেলা শুরু হবে বিকেল ৫টায়। জানিয়েছেন এম এ ফজল, প্রধান, ট্রিপ এন কেয়ার।
এই ক্রিকেট প্রতিযোগিতার অফিসিয়াল পার্টনার TRIPNCARE, টাইটেল স্পনসর JHR GROUP, ভেনু পার্টনার SWK POWER HITTERS-Sports Academy, অ্যাসোসিয়েট পার্টনার-Hanzala Inmterior Designer, অফসিয়াল স্ট্রাটেজিক টাইমআউট- Green Reality Apple Developer, টিম স্পনসর- 3M ZARI ARTS, THE URBAN HIVES, FreshKik, ডিজিট্যাল মিডিয়া পার্টনার- Sangbad Prbhakar Times- জানিয়েছেন এম এ ফজল।
Published on: ফেব্রু ৩, ২০২৫ at ১৭:১৫