রাজ্যের সবচেয়ে বড় পর্যটন মেলার উদ্বোধন হতে চলেছে ৯ জুন

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৭, ২০২৩ @ ১৮:৫৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৭ জুন: পুজোর আগে ভ্রমণপ্রিয় বাঙালির সামনে পর্যটনের হরেক পসরা নিয়ে হাজির হতে চলেছে একাধিক এরাজ্য পর্যটন সংস্থার পাশাপাশি ছোট-বড় পর্যটন সংস্থা। আগামী ৯জুন ২০২৩ কলকাতায় ক্ষুদিরাম অনুশীলনকেন্দ্রে উদ্বোধন হতে চলেছে সপ্তম পর্যটন মেলা ২০২৩।মেলা চলবে ১১ জুন ২০২৩ পর্যন্ত। আয়োজন করছে অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল বা এটিএসপিবি।মেলায় থাকছে নানা চমক।

অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ জানিয়েছেন, এবার পর্যটন মেলায় ইতিমধ্যে ছটি সরকারি পর্যটন সংস্থা যোগ দিচ্ছে। তারা হল- ইন্ডিয়া ট্যুরিজম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু। আরও বেশ কয়েকটি রাজ্য পর্যটন সংথার আসার কথা আছে। ইতিমধ্যে স্টলের সংখ্যা ১০৭ হয়ে গিয়েছে।

মেলায় এবার বিশেষ চমক থাকছে। প্রতি ঘণ্টায় থাকছে লটারি। জিতলেই ভ্রমণের সুযোগ। একেবারে বিনামূল্যে। সভাপতি মদন আগরওয়াল এই পর্যটন মেলাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচেষ্টা চালাচ্ছেন। যত বেশি সংখ্যক রাজ্য পর্যটন সংস্থা এই মেলায় উপস্থিত থাকবে ভ্রমণপ্রিয় মানুষ ততবেশি উপকৃত হবেন। সংস্থার সাধারণ সম্পাদক কমল কিশোর গুপ্তা বলেন, এবার আমরা চেষ্টা করছি কোনও বিশেষ কাউকে দিয়ে উদ্বোধন করানোর।

গত সাত বছর ধরে এই পর্যটন মেলা হয়ে আসছে, যা কিনা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট বা বিটিএফ নামে পরিচিত।এই মেলার প্রবেশ অবাধ।ভ্রমণপ্রিয় বাঙালি এই পর্যটন মেলা থেকে নিজেদের ভ্রমণের প্ল্যান প্রোগ্রাম করে নিতে পারেন।এবার এই মেলায় যোগ দিতে চলেছে মধ্যপ্রদেশ ও গুজরাট। পর্যটনপ্রেমীদের কাছে যা খুবই আনন্দের বিষয়। তবে গতবারের মতো এবারও থাকছে তেলেঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড়।

সব মিলিয়ে ৯-১১ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হয়ে উঠতে চলেছে পর্যটনের কেন্দ্রস্থল।

Published on: জুন ৭, ২০২৩ @ ১৮:৫৮


শেয়ার করুন