Published on: এপ্রি ২২, ২০২৩ @ ২২:০৩
Reporter: Debkumar Singha Roy
এসপিটি নিউজ, তারাপীঠ,(বীরভূম), ২২ এপ্রিল: অক্ষয় তৃতীয়ার পুন্য তিথিতে তারাপীঠে মাতৃসাধক শিশির কুমার শর্মা প্রতিষ্ঠিত তারাপীঠের ত্রিনয়নী আশ্রমে শুরু হয়েছে উৎসব। আজ শনিবার সেখানে মহাসমারোহে পালিত হচ্ছে শ্যাম-শ্যামা ও মনসা মায়ের মন্দিরের ছাব্বিশতম বর্ষ প্রতিষ্ঠা দিবস। তিনদিন ধরে এই উৎসব চলবে।এই উপলক্ষ্যে আশ্রমে হাজার হাজার ভক্তশিষ্যদের মধ্যে মায়ের ভোগ-প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুদেবের প্রায় ৪০ হাজার দীক্ষা শিষ্য ও কয়েক লক্ষ ভক্ত ভারত তথা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে।তিনি ত্রিনয়নী আশ্রম প্রতিষ্ঠার পর আশ্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে স্থিত করেছিলেন-মানুষ শব্দের প্রথম অক্ষর ‘মা’। তাই সবসময় আম্নুষের সেবার পূর্ণতা দিয়ে মাতৃ সাধনার পথ বেছে নিয়েছেন।
মাতৃসাধক গুরুদেব সারাজীবন মানুষের অসহায়তা, অস্থিরতা থেকে তাদের মুক্ত করে বিশ্বজননী মা তারার চরণে পূর্ণ সমর্পনের দিশা দেখিয়েছেন।
আধ্যাত্মিকতার পীঠস্থান সিদ্ধপীঠ তারাপীঠ নিয়ে গুরুদেবের দর্শন হল- এখানে ব্রহ্মখনি আছে; শুধু চিনে নিতে জানতে হয়। গুরুদেব ত্রিনয়নী আশ্রমে মহাযজ্ঞ প্রারম্ভের আগে সবসময় তাঁর অগণিত শিষ্য ভক্তদের বলেছেন- ‘কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবার থেকে।’ আরও বলেছেন- ‘এক মনেতে ডাকলে পরে মা যে কৃপা করেন তারে।’ তিনি বলতেন- মায়ের কাছে কখনও চাইতে নেই। সন্তানের উপর মায়ের সবসময় নজর থাকে। তাই মায়ের জয়গান করো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় বসে বলো- ‘মায়ের জয় হোক, মায়ের মঙ্গল হোক, মায়ের কল্যান হোক।’ মনে রাখবে যে সন্তান মায়ের মঙ্গল কামনা করে, তার কখনও বিপদ হয় না।
গুরুদেব বুঝিয়েছেন, ‘আমাদের জীবনে কঠিন সময় আসবে, এটা প্রকৃতির নিয়ম-কেউ এর বাইরে নয়। জীবনের সেই প্রতিকূল সময় মায়ের চরণে পূর্ণ সমর্পন রেখো। গুরুদেব জীবনের প্রতি দিনের প্রতিটা মুহূর্ত ত্যাগ, সমর্পন ও অবর্ণনীয় কর্মকান্ডের মধ্য দিয়ে ত্রিনয়নী আশ্রম এবং পরে শ্যাম-শ্যামা ও মনসা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন।
বর্তমানে আশ্রমের দায়িত্বভার নিয়েছেন গুরুদেবের দুই ভ্রাতুষ্পুত্র রুদ্র নারায়ণ শর্মা ও উদিত নারায়ণ শর্মা। আজ আশ্রমের এই বাৎসরিক উৎসবে উপস্থিত আছেন গুরুদেবের আশীর্বাদধন্য ও অত্যন্ত প্রিয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জাস্টিস-এর প্রেসিডেন্ট ড. আদিশ আগরওয়াল, কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অশোক দাস অধিকারী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
খবরের শিরোণামের ছবি ও শেষের ছবিটি ফাইল ছবি।
Published on: এপ্রি ২২, ২০২৩ @ ২২:০৩