সাহিত্য ক্ষেত্রে ‘করণীমাতা পুরস্কার’-এ সম্মানিত হলেন বিকানিরের সুপ্রসিদ্ধ সাহিত্যিক ভানওয়ার পৃথ্বীরাজ রতনু

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: এপ্রি ২৩, ২০২৩ @ ১৫:২২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ এপ্রিল: বিকানিরের ৫৩৫তম প্রতিষ্ঠা দিবসে সাহিত্য ক্ষেত্রে করণিমাতা পুরস্কারে সম্মানিত হলেন সুপ্রসিদ্ধ সাহিত্যিক ভানওয়ার পৃথ্বীরাজ রতনু। ২১ এপ্রিল বিকানিরে জুনাগড় ফোর্টের সামনে বিকানিরের মহারাজা রাও বিকাজির মূর্তির পাদদেশে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রাও বিকাজি সংস্থান, সিটি ডেভেলপমেন্ট ট্রাস্ট, বিকানির মিউনিসিপ্যাল কর্পোরেশন, দেবস্থান বিভাগ এবং মহারাজা রাইসিংহ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

করণীমাতা পুরস্কার আমার জীবনে এক নয়া অধ্যায় রচনা করল-ভানওয়ার পৃথ্বীরাজ রতনু

এই অনুষ্ঠানেই রাজস্থানের বিকানির নিবাসী সুপ্রসিদ্ধ সাহিত্যিক ভানওয়ার পৃথ্বীরাজ রতনুকে করণীমাতা পুরস্কারে সম্মানিত করা হয়। যিনি ইতিমধ্যে ১০টি পুস্তক রচনা করে সাহিত্য জগতে সুনাম কুড়িয়েছেন। এর আগে দিল্লিতেও পুরস্কার পেয়েছেন ৮২ বছরের বর্ষীয়ান এই সাহিত্যিক। এছাড়াও তিনি আরও একাধিক পুরস্কারের সম্মানিত হয়েছেন। করনীমাতা পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাহিত্যিক পৃথ্বীরাজ রতনু বলেন- “করণীমাতা পুরস্কার আমার জীবনে এক নয়া অধ্যায় রচনা করল। মায়ের আশীর্বাদ পাওয়ার পর সাহিত্য ক্ষেত্রে কাজের উৎসাহ আরও দ্বিগুন বেড়ে গেল। এই পুরস্কার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

যারা উপস্থিত ছিলেন

এই অনুষ্ঠানে বিকানিরের বিভিন্ন ক্ষেত্রের মোট ১৭জন সেলিব্রিটিকে পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকানিরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাজ মেঘাওয়াল, রাজস্থান সরকারের কলা ও স্নগস্কৃতি মন্ত্রী ড. বি ডি কাল্লা, কর্পোরেশনের মেয়র সুশীলা কানওয়ার রাজপুরোহিত, বিকানিরের দিভিশনাল কমিশনার নীরজ কে পবন এবং জেলাশাসক ভগবতী প্রসাদ কাল্লা, ডিআইজি বিএসএফ পুষ্পেন্দ্র সিং রাঠোর এবং রাও বিকাজি সংস্থার সম্পাদক প্রহ্লাদ সিং মার্শাল।

কে ছিলেন রাও বিকা

বিকা ছিলেন মারওয়ারের শাসক রাও যোধার পুত্র। পিতার দ্বারা উপহাসের শিকার হয়ে তিনি ১৪৬৫ খ্রিস্টাব্দে জঙ্গল প্রদেশে আসেন। এটা বিশ্বাস করা হয় যে কর্নি মাতার কৃপা তাকে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। আরেকটি বিশ্বাস অনুসারে, রাও বিকা এবং জাট সর্দার নারা একসাথে জঙ্গল প্রদেশ জয় করেছিলেন (রাজস্থানের বিকানেরের আশেপাশের অঞ্চলটিকে জঙ্গল প্রদেশ বলা হয়। এই দুজনের পরে একে বিকানের বলা হয়।

ভাটি, চৌহান, খিনিয়া, কায়মখানি প্রভৃতি স্থানীয় বাহিনীর ছত্রভঙ্গের সুযোগ নিয়ে তিনি অনেক গ্রাম দখল করেন। তিনি পুঙ্গলের রাও শেখার কন্যাকে বিয়ে করে নিজের অবস্থানকে শক্তিশালী করেন। ১৪৮৮ সালে তিনি বিকানের প্রতিষ্ঠা করেন এবং এটিকে রাঠোর শক্তির দ্বিতীয় কেন্দ্রে পরিণত করেন। তিনি দেশনোকে করণীমাতার আদি মন্দির নির্মাণ করেন।

১৫ মে, ১৪৮৯ তারিখে, রাও বিকা বিকানেরে তার রাজধানী স্থাপন করেন। রাও বিকা রাজধানী প্রতিষ্ঠার পর বেশিদিন শাসন করতে পারেননি। ১৫০৪ সালের ১৭ জুন রাও বিকা জি মারা যান।

Published on: এপ্রি ২৩, ২০২৩ @ ১৫:২২


শেয়ার করুন