টাফি’র সভাপতি অনিল পাঞ্জাবি সম্পাদক বিলোলাক্ষ দাসকে সঙ্গে নিয়ে সদস্যদের ভরসা দিলেন

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১২, ২০২৩ @ ২৩:৩৮

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ জুলাই: ট্রাভেল এজেন্টরা একাধিক সমস্যার সম্মুখীন হন।সেইসব কথাই তারা বলছিলেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র বার্ষিক সাধারণ সভায়। ফেডারেশনের সম্পাদক বিলোলাক্ষ দা্সকে পাশে নিয়ে সদস্যদের সব কথা শোনার পর তাদের ভরসা দিলেন অনিল পাঞ্জাবি।

বুধবার কলকাতায় কেনিলওয়ার্থ হোটেলে টাফি’র অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে টাফি’র সদস্য ছাড়াও বিভিন্ন এয়ারলাইন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য এয়ার আরবিয়ার প্রসেনজিৎ বসু, থাই স্মাইল-এর সমীর ভৌমিক, শ্রীলঙ্কান এয়ারলাইনসের শামাইলা সাবির। এছাড়াও ইন্ডিগোর প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

তবে উল্লেখযোগ্য বিষয় ছিল রাসেল আল খাইমহ। মধ্য প্রাচ্যের এই অসাধারণ পর্যটন কেন্দ্র সম্পর্কে নানা দিক তুলে ধরেন ভারতে রাস আল খাইমাহ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি ওয়ান রেপ গ্লোবাল। এই সংস্থার কর্ণধার হেমন্ত মেদিরাত্তা টাফি’র মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত সকলের সামনে গুরুত্বপূর্ণ দিকগুলি উপস্থাপন করেন একাধিক স্লাইড শো এবং ছোট ভিডিও শো-এর মাধ্যমে।

বিমান ভাড়া বাদ দিয়ে তিরিশ হাজারেরও কম টাকায় ঘুরে আসা যায় মধ্য প্রাচ্যের অসাধারণ এই পর্যটন কেন্দ্রটিতে।সেই কথাই বলছিলেন ওয়ান রেপ গ্লোবাল-এর হেমন্ত মেদিরাত্তা।

এয়ার আরবিয়ার প্রতিনিধি প্রসেনজিৎ তুলে ধরেন নতুন এই এয়ারলাইনটির কিছু কথা। সম্প্রতি কলকাতা থেকে এই এয়ারলাইনটি তাদের পরিষেবা শুরু করেছে। এটি এতিহাদ এয়ারলাইনস-এরই একটি অংশ। এয়ার আরবিয়া ইতিমধ্যে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। কলকাতায় তারা যাত্রীও পেতে শুরু করেছে খুবই ভালোভাবে।

এদিনের সভায় টাফি’র সভাপতি অনিল পাঞ্জাবি একটি বিশেষ দিক রেখেছিলেন। যোগাসন-এর মাধ্যমে যে শরীরকে সুস্থ রাখা সম্ভব সেটাই উঠে আসে এদিনের সভায়। ভ্রমণের সঙ্গে যে যোগার একটা দারুন সম্পর্ক আছে সেটাই আবার নিজের মতো করে তুলে ধরেন কলকাতার তরুণী নাতালি পোতে। তিনি এদিন উপস্থিত সকলকে যোগা করান। তিনি বলেন- যোগা মানুষকে এনার্জি দেয়। যোগা মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। যোগা মানুষের শরীরে রোগ প্রতিরোধেও সাহায্য করে।

Published on: জুলা ১২, ২০২৩ @ ২৩:৩৮


শেয়ার করুন