TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি সংবাদ প্রভাকর টাইমস-এর পাঠকদের জন্য করলেন এই ঘোষণা

দেশ রাজ্য
শেয়ার করুন

  • সংবাদ প্রভাকর টাইমস-এর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।
  • সংবাদ প্রভাকর টাইমস-এর প্রতি মাসের ট্রাভেল সংখ্যায় এখন থেকে কুইজ কন্টেস্ট করা হবে।
  • সঠিক উত্তর দিতে পারলেই দেওয়া হবে খুব ভালো পুরস্কার।

Published on: ফেব্রু ১৫, ২০২০ @ ১৮:৪৬ 

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:  সংবাদ প্রভাকর টাইমস এখন নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে। ২০২০ সালের জানুয়ারি মাস থকে বাংলায় প্রকাশিত এই ম্যাগাজিন ভ্রমণ, পর্যটন ও অসামরিক বিমান পরিবহনের উপর সংবাদ পরিবেশনে গুরুত্ব দিয়েছে। আর সেই নিরীখে এই পত্রিকা ভ্রমণ জগতের নানা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। গত কাল ১৪ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পথ চলা শুরুও হয়েছে ওইদিন থেকে। যেখানে অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্ন উড়ান’ বই প্রকাশ করা হয়।

অসামরিক বিমান পরিবহনের উপর সংবাদ পরিবেশন

এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। সংবাদ প্রভাকর টাইমস-কে তিনি দীর্ঘদিন ধরেই নানাভাবে সহযোগিতা করে থাকেন। বলা যেতে পারে তাঁর পরামর্শ মেনেই সংবাদ প্রভাকর টাইমস এখন থেকে অসামরিক বিমান পরিবহনের উপর সংবাদ পরিবেশন করে চলেছে। ইতিমধ্যে এই পত্রিকা এই ব্যাপারে সাড়াও পেয়েছে অনেকখানি। অসামরিক বিমান পরিবহনের দিকে এখন যে দেশের একটা বড় অংশ জড়িয়ে গেছে তা এর প্রসার বৃদ্ধির ফলেই সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদককে দিলেন প্রস্তাব

কিন্তু পত্রিকার ম্যাগাজিন সুন্দর ভাবে প্রকাশ করে গেলেই যে সেদিকে অনেকের নজর থাকে না, সেটা আমরা সকলেই জানি। টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পালের কাছে একটি প্রস্তাব রাখেন যে ম্যাগাজিনটা ভালো হচ্ছে। তবে শুধু ভালো করলেই হবে না, এটিকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলা বিশেষভাবে জরুরী। এজন্য ম্যাগাজিনের প্রতিটি সংখ্যায় এখন থেকে যদি এমন কিছু করা যায় যাতে করে পাঠকরা উৎসাহিত হবে তাহলে আরও বেশি ভালো হবে।

প্রতি মাসের সংখ্যায় থাকছে বিশেষ পুরস্কার

এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি একটি আকর্ষণীয় ঘোষণা করেন গতকাল কলকাতা প্রেস ক্লাবে এআইবিএফ ও সংবাদ প্রভাকর টাইমস-এর যৌথ অনুষ্ঠানে এসে। যেখানে তিনি বলেন- ” সংবাদ প্রভাকর টাইমস-এর প্রতি মাসের ট্রাভেল সংখ্যায় এখন থেকে কুইজ কন্টেস্ট করা হবে। সঠিক উত্তর দিতে পারলেই দেওয়া হবে খুব ভালো পুরস্কার। তিনি মনে করেন- পাঠককে আরও বেশি করে পত্রিকার প্রতি আগ্রহী করে তুলতে হবে সেজন্য কিছু উদ্যোগ নেওয়া জরুরী। আমরা এখন থেকে সেই পুরস্কার দেব।”

Published on: ফেব্রু ১৫, ২০২০ @ ১৮:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 49