শ্রীসুদর্শনের অধ্যয়নের সমাপ্তি, শ্রীবলদেবের শুরু

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২০, ২০২৩ @ ০৯:৫৭

এসপিটি নিউজ, পুরী, ২০ জুন: দারুনভাবে এগিয়ে চলেছে রথযাত্রার সমস্ত ক্রিয়া-আচার অনুষ্ঠান। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে চতুর্ধামূর্তির পাহান্ডি। এরই মধ্যে শ্রীসুদর্শনের পড়ালেখা শেষ। শ্রীবলদেবের পড়াশুনা শুরু হয়েছে। পরে  হবে মাতা সুভদ্রার এবং সবশেষে কালিয়া ঠাকুরের শিষ্য।

মঙ্গলবার সকাল ৬টায় মঙ্গল প্রার্থনার পর মইলাম, তদপ্লাগী ও বকাশা, সূর্য পূজা ও সাড়ে ৭টায় দূরপাল পূজা অনুষ্ঠিত হয়। উৎসব শেষে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কেনাকাটা চলে। পরে রথ প্রতিষ্ঠিত হয়। প্রার্থনা শেষে ‘মণিমা’ মন্ত্রের মধ্য দিয়ে শুরু হয় চতুর্মুখী পাখির ডাক। ১২:৩০এ পাঠ শেষ হবে। বিশ্ব বিখ্যাত শোভাযাত্রার জন্য মন্দিরটি সাজানো হয়েছে।

এখন থেকে লাদন্ডে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। বড় বড় দাঁত কাঁপছে সংকীর্তনে। আবেগপ্রবণ কিছু ভক্ত বিভিন্ন বাঙ্গিতে নাচছেন, যাও অন্যতম আকর্ষণ। রথের সামনে নর্তকীদের নাচতে মগ্ন দেখে যে কেউ ভগবানের প্রতি তাদের ভক্তি বলতে পারে।

বিকাল ৪টায় শ্রীজিউর রুন্ধা ও চরমাল ফিতার পর শুরু হবে রথনা। বিপুল সংখ্যক ভক্তের আশংকা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।১৮৭ প্লাটুন ফোর্স, এক হাজার পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Published on: জুন ২০, ২০২৩ @ ০৯:৫৭


শেয়ার করুন