মোদিকে তোপঃ আজ হারিয়েছি, ২০১৯ সালেও বিজেপিকে হারাব-সাংবাদিক সম্মেলনে বললেন রাহুল গান্ধী

Main দেশ
শেয়ার করুন

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১১ ডিসেম্বরঃ পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুঃখের সঙ্গে বলছি তিনি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। জিএসটি, নোটবন্দি দেশের অর্থব্যবস্থায় এক বড় বিপর্যয় ডেকে এনেছে যা নিয়ে খুশি নয় দেশবাসী।বিজেপি কৃষকের সমস্যার সমাধানে মন দেয়নি। এসবের ফলেই মানুষ আজ বিজেপির বিরুদ্ধে গেছে। আমরা বিজেপিকে তিন রাজ্যে হারিয়েছে। আজ যেমন হারিয়েছে ২০১৯ সালের লোকসভা ভোটেও বিজেপিকে আমরা হারাব- সাংবাদিক সম্মেলনে এভাবেই নরেন্দ্র মোদিকে বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এর আগে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীগিরি দেখিয়ে বলেন, পাঁচ রাজ্যের সমস্ত ভোটারদের আমি ধন্যবাদ জানাই। একই সঙ্গে তিনি বলেন- কংগ্রেস মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে জিতেছে বিজেপির বিরুদ্ধে। সেখানে আগের মুখ্যমন্ত্রীদের উন্নয়নের অসম্পূর্ণ কাজ কংগ্রেস সরকার সম্পূর্ণ করবেন। সেই সঙ্গে রাহুল এই জয়কে স্মরণ করে বলেন-২০১৯ সালের লোকসভা ভোটের পরাজয় থেকে শিক্ষা নিয়েছিলাম। সেখান থেকে অনেক কিছু শিখেছি। এজন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি রাহুল। তিনি বলেন- আমরা শিখেছি কিন্তু মোদি কোনও শিক্ষা নেননি। মানুষ তাঁকে সুযোগ দিয়েছেন।

রাহুল বলেন-আমাদের দেশের মূল সমস্যা কর্মসংস্থান, দুর্নীতি এবং কৃষকদের দিক। কিন্তু মোদি এসব দিকে কিছুই খেয়াল করেননি।তিনি উলটে দেশে জিএসটি, নোটবন্দির মতো বিষয় চালু করে দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছেন। যা নিয়ে মানুষ এতটুকু খুশি ছিলেন না। মানুষ তারই জবা দিয়েছে এই ভোটে।

এদিন রাহুল গান্ধী একই সঙ্গে জানিয়ে দেন- কংগ্রেস সরকার যে সব রাজ্যে হবে সেখানে কৃষি ঋণ মুকুব করে দেবেন। আগামী দিনে তাদের লক্ষ্য হবে দেশ থেকে দুর্নীতি মুক্ত করা, কর্মসংস্থানের উপর জোর দেওয়া এবং কৃষকদের সমস্যার সমাধানে তৎপর হওয়া।

রাহুল বলেন- এই জয় কংগ্রেসের উপর আরও অনেক দায়িও বেড়ে গেল। কংগ্রেস এই জয় থেকে শিক্ষা নিয়ে দেশকে  আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট হবে বলেও জানা রাহুল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =