রাজস্থান ও বাংলাকে সংযুক্ত করার কাজ প্রশংসনীয়: মহন্ত দুর্গানন্দ

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

কলকাতা কোলায়তের মধ্যে যমজ সম্পর্ক রয়েছে: হিংলাজ দন রতনু

Published on: জানু ১৩, ২০২৪ at ২০:৫৯

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ জানুয়ারি: আজকাল, কলকাতা মহানগরী ধর্ম ও আধ্যাত্মিকতার রঙে সিক্ত হওয়ায় দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষেরা ক্রমাগত আসছেন গঙ্গাসাগরে ডুব দিতে।এরই ধারাবাহিকতায় আজ কপিল মুনির পবিত্র স্থান শ্রীকোলায়ত (রাজস্থান) থেকে ধুনিনাথ মঠ, ভানেকার গ্রামপ্রধান মহন্ত দুর্গা নন্দ জির নেতৃত্বে এক প্রতিনিধি দল কপিল মুনির পবিত্র স্থান, গঙ্গাসাগরের উদ্দেশ্যে কলকাতায় আসেন এবং কলকাতায় অবস্থিত রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের রাজস্থান তথ্য কেন্দ্র পরিদর্শন করেন।

এই প্রতিনিধি দলে , মহন্ত দুর্গানন্দ জির সাথে ছিলেন মগরা অঞ্চলের বিখ্যাত সমাজসেবক ক্ষেতদান  কিনিয়া, ভানেকা গ্রামের জগদীশ দান কিনিয়া এবং জগদীশ পাঁচারিয়া, ভানওয়ার কিনিয়া, জগদীশ মহারাজ প্রমুখ।

রাজস্থান তথ্য কেন্দ্রে পৌঁছনোর পর, রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিংলাজ দন রতনু তাদের সবাইকে স্বাগত জানান। রতনু বলেন, গঙ্গাসাগরের কারণে কলকাতা ও কোলায়েতের মধ্যে যমজ সম্পর্ক রয়েছে, এই দুটি স্থানকেই সাংখ্য দর্শনের অনুপ্রেরণা কপিল মুনির পবিত্র স্থান বলে মনে করা হয়।

এই উপলক্ষ্যে ধুনিনাথ মঠ ভানেকা গ্রামের মহন্ত দুর্গা নন্দ জি রাজস্থান তথ্য কেন্দ্রের ব্যবস্থায় আনন্দ প্রকাশ করেন এবং রাজস্থান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Published on: জানু ১৩, ২০২৪ at ২০:৫৯


শেয়ার করুন