ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে- ১১ জানুয়ারি থেকে শুরু, চলবে কতদিন জানাল হাওয়া অফিস

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৭, ২০২২ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, কলকাতা, ৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আওবহাওয়া দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।আজ রাজ্যের কিছু জেলায় ঘন থেকে মাঝারি কুয়াশা পড়েছে। তবে সারা রাজ্যে আবহাওয়া শুষ্ক ছিল। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হয়নি।

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে পূর্ব ভারতের উপর প্রত্যাশিত পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি, ২০২২ থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১১ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১২ থেকে ১৪ তারিখের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দু’এক জায়গায় শিলা বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

এজন্য মাঠে থাকা শেষ পর্যায়ের ফসল ১১ জানুয়ারির আগে কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তারা আরও যেসব পরামর্শ দিয়েছে, তা হল- চাষের জমি থেকে অতিরিক্ত জল বের করে দিতে হবে, কীটনাশক ও সার প্রয়োগ করবেন না, কারণ তা বৃষ্টির জলে ধুয়ে যেতে পারে।

আজ মালদা জেলার দু-এক জায়গায় ঘন কুয়াশা পড়েছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়েছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা প্রশংসনীয়ভাবে বেড়েছে। রাজ্যের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।সাব হিমালয়ান পশ্চিমবঙ্গের এক বা দুই জায়গায় এগুলো স্বাভাবিকের চেয়ে বেশি ছিল; এক বা দুই জায়গায় স্বাভাবিকের উপরে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা দুই জায়গায় স্বাভাবিকের চেয়ে কম এবং রাজ্যের অন্যত্র স্বাভাবিক।

রাজ্যের সমতল ভূমিতে কোচবিহারে (কোচবিহার) সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।প্রধানত উত্তর/উত্তর-পশ্চিমাঞ্চলীয় বায়ু এই অঞ্চলের স্থলভাগে বিরাজ করে।

আজ রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা- আসানসোল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস,বাঁকুড়া ১৩.৪, বারাকপুর ১৪.৮, বসিরহাট ১২.৫, বহরমপুর ১০.২, বর্ধমান ১৪.৮, ক্যানিং ১৩.২, কাঁথি ১২.২, ডায়মন্ড হারবার ১৪.৭, দীঘা ১৪.০, দমদম ও কলকাতা ১৪.১, হলদিয়া ১৪.২, কলাইকুন্ডা ১৩.০, কৃষ্ণনগর ১১.০, মেদিনীপুর ১৪.১, পানাগড় ১১.৫, পুরুলিয়া ১১.১, শ্রীনেকেতন ১১.৫, উলুবেড়িয়া ১২.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বালুরঘাটে ১১.০, কোচবিহার ৯.৩, জলপাইগুড়ি ১১.০, দার্জিলিং ৫.৫, কালিম্পং-এ ৮.৫, শিলিগুড়িতে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Published on: জানু ৭, ২০২২ @ ২৩:৫৭


শেয়ার করুন