প্রধা্নমন্ত্রী মোদি মিশরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ২৫, ২০২৩ @ ২১:৪৪

এসপিটি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র দুদিনের রাষ্ট্রীয় মিশর সফরে সেদেশের বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করেন।যাদের মধ্যে রয়েছেন বিখ্যাত মিশরীয় লেখক এবং পেট্রোলিয়াম কৌশলবিদ তারেক হেগি, মিশরের অন্যতম বৃহত্তম কোম্পানি হাসান আল্লাম হোল্ডিং কোম্পানির সিইও হাসান আল্লাম।

গতকাল ২৪ জুন ২০২৩ তারিখে তিনি মিশর পৌঁছন। সেখানে পোঁছে প্রধানমন্ত্রী মোদি কায়রোতে ওইদিন  বিখ্যাত মিশরীয় লেখক এবং পেট্রোলিয়াম কৌশলবিদ তারেক হেগির সাথে দেখা করেন। সেখানে দু’জনের মধ্যে বৈশ্বিক ভূ-রাজনীতি, শক্তি নিরাপত্তা, মৌলবাদ এবং লিঙ্গ সমতা সম্পর্কিত দুটি বিষয়ের মধ্যে আলোচনা হয়।

এরপর প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি কায়রোতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে পরিচালিত মিশরের অন্যতম বৃহত্তম কোম্পানি হাসান আল্লাম হোল্ডিং কোম্পানির সিইও হাসান আল্লামের সাথে দেখা করেন।্সেখানে দু’জনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তারা নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, অবকাঠামো এবং নির্মাণ খাতে ভারতীয় কোম্পানিগুলির সাথে ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন৷

এরপর তিনি মিশরের দুই বিশিষ্ট তরুণ যোগ প্রশিক্ষক, মিসেস রিম জাবাক এবং মিসেস নাদা আদেলের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী মোদি যোগের প্রতি তাদের প্রতিশ্রুতির জন্য তাদের প্রশংসা করেছেন এবং তাদের ভারত সফরে উৎসাহিত করেছেন। তারা মিশরে যোগব্যায়ামের প্রতি ব্যাপক উৎসাহের কথা প্রধানমন্ত্রীকে জানান।

ছবিঃ ট্যুইটার

Published on: জুন ২৫, ২০২৩ @ ২১:৪৪


শেয়ার করুন