মিশরের গ্র্যান্ড মুফতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কি বললেন তিনি

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ২৫, ২০২৩ @ ১৫:১৮

এসপিটি নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের মিশর রাষ্ট্রীয় সফরে আছেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। করছেন একাধিক মিটিং। গতকাল ২৪ জুন ২০২৩ তারিখে মিশরের গ্র্যান্ড মুফতি, তাঁর বিশিষ্ট ডক্টর শওকি ইব্রাহিম আল্লামের সাথে দেখা করেন।

দু’জনের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে গ্র্যান্ড মুফতি স্নেহের সাথে তার সাম্প্রতিক ভারত সফরের কথা স্মরণ করেন এবং ভারত ও মিশরের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক এবং জনগণের সম্পর্কের কথা তুলে ধরেন। গ্র্যান্ড মুফতিও অন্তর্ভুক্তি ও বহুত্ববাদকে উৎসাহিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

আলোচনাগুলি সমাজে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং চরমপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়েও আলোকপাত করেছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভারত মিশরের সামাজিক বিচার মন্ত্রকের অধীনে দার-আল-ইফতায় আইটি-তে একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে।

Published on: জুন ২৫, ২০২৩ @ ১৫:১৮


শেয়ার করুন