NRC, CAA নিয়ে মমতার প্রতিবাদ -এখানে ভাগাভাগির রাজনীতি করতে দেব না

Main রাজ্য
শেয়ার করুন

  • ২৮ তারিখ সারা বাংলা জুড়ে ২৯৪টি কেন্দ্রেই ২৯৪টি মিটিং হবে।
  • ২৯ তারিখ মমতা ঝাড়খণ্ডে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।

Published on: ডিসে ২৬, ২০১৯ @ ২১:২৪ 

এসপিটি নিউজ ডেস্ক:  এনআরসি-সিএএ নিয়ে সমানে প্রতিবাদ-অবস্থান-বিক্ষোভ চলছে গোটা রাজ্যজুড়ে। বৃহস্পতিবারও কলকাতায় রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের প্রতিবাদ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী তাঁর কর্মসূচিও জানিয়ে দিলেন।

সারা বাংলাজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- ” আমাদের ২৮ তারিখ সারা বাংলা জুড়ে মিটিং আছে। ওইদিন আমাদের ২৯৪টি কেন্দ্রেই ২৯৪টি মিটিং হবে। এনআরসি আর সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ধর্না-অবস্থান হবে।৩০ তারিখ আমি পুরুলিয়ায় মিছিল করবো। ২৯ তারিখ আমি ঝাড়খণ্ড যাবো।ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি ৩ তারিখ আবার শিলিগুড়িতে মিছিল করবো। কাল আমি নৈহাটিতে যাবো। সেখানে প্রোগ্রাম করবো।”

সাবধান করলেন মমতা

এরপর মমতা সাবধান করে দেন সাধারণ মানুষকে।সতর্ক করে দিয়ে তিনি বলেন-“শুনুন বিজেপি পোশাক কিনে তা পরে মিছিল করে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আপনাদের বলে রাখি- এ ধরনের কিছু দেখলে হিন্দু-মুসলিম মা-বোনেরা রুখে দাঁড়াবেন, ইমাম, পুরোহিতরা রুখে দাঁড়াবেন। এখানে আমরা ভাগাভগির রাজনীতি করতে দেবো না।”

Published on: ডিসে ২৬, ২০১৯ @ ২১:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 80 = 81