
Published on: মে ২৮, ২০২৪ at ২৩:৪৯
এসপিটি নিউজ, কলকাতা, ২৮ মে: আজ প্রধানমন্ত্রী নরেদন্র মোদি কলকাতায় রোড-শো করলেন। এই রোড-শো-এর আগে সবার প্রথমে তিনি বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে শ্রীশ্রীমা সারদাদেবীকে প্রণাম করেন। আর রোড-শো-এর একেবারে শেষে সিমলেপাড়ায় স্বামী বিবেকানন্দের বাসভবনে যান। এদিনের এই রোড-শো-এ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং দমদমের প্রার্থী শীলভদ্র দত্ত।
প্রধানমন্ত্রীর এদিনের রোড-শো-কে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাম্প্রতিককালে এটাই প্রধানমন্ত্রীর একমাত্র রোড-শো কলকাতায়। এদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন বিজেপির রাহ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন প্রথমে বারাসত ও বসিরহাট লোকসবার কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে অশোকনগরে এক বিশাল জনসভা করেন। এরপর তিনি সেখান থেকে চলে আসেন যাদবপুর ওদক্ষিণ কলকাতার দুই প্রার্থীর হয়ে জনসভা করতে বারুইপুরে। এরপর তিনি সোজা চলে আসেন কলকাতায় রোড-শো করতে। এই রোড-শো করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোজা চলে আসেন বাগবাজারে মায়ের বাড়িতে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। সেখানে তিনি শ্রীশ্রীমা সারদাদেবীকে শ্রদ্ধা নিবেদন করেন। মায়ের সামনে বসে প্রার্থণাও করেন মোদি। সেখান থেকে বেরিয়ে তিনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজী সুভাষ চন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্য দান করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন শুরু করেন পদযাত্রা।
প্রধানমন্ত্রী মোদি এদিন রোড-শো করে শেষ করেন সিমলেপাড়ায় স্বামী বিবেকানন্দের বাসভবনে। স্বামীজীর প্রতিকৃতিতে মালা দিয়ে উপস্থিত মহারাজদের সঙ্গে কুশল বিনিময় করেন। মহারাজরা প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান। এরপর মোদি ভিতরে গিয়ে কিছু সময় থেকে বেরিয়ে আসেন।
Published on: মে ২৮, ২০২৪ at ২৩:৪৯