রাবড়ি দেবীর কাছে ক্ষমা চাওয়ার দাবি কলকাতার সিন্ধিদের

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৩০, ২০২৪ at ২১:১৮

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ মে: কয়েক দিন আগে আরজেডি নেত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লাল্কৃষ্ণ আদবানীর প্রতি এক বক্তব্যকে ঘিরে হইচই হয়। সেখানে রাবড়ি দেবী  আদবানীকে “পাকিস্তানী” বলেন। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে প্রতিবাদে সরব হয় বিজেপি। কলকাতায় সিন্ধি সম্প্রদায়ের পক্ষ থেকেও এর প্রতিবাদ জানানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা রাবড়ি দেবীর কাছে তারা ক্ষমা চাওয়ার দাবী জানান।

কলকাতার সিন্ধি সম্প্রদায় তাদের সিন্ধি পঞ্চায়েতের সম্পাদক মুরলি পাঞ্জাবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা করছেন। কারণ, রাবড়ি দেবী ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আডবাণীকে ‘পাকিস্তানি’ বলেছেন। আমরা দুঃখিত যে এমন দায়িত্বশীল আরজেডি নেত্রীর পক্ষে এমন একটি বিদ্বেষপূর্ণ বিবৃতি দেওয়া উচিত নয়।  আমরা তার এই ভুল বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি এবং তা প্রত্যাহার করতে হবে দাবি করছি।

বিজেপির পক্ষ থেকেও আরজেডি নেত্রী রাবড়ি দেবীর এমন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জান্নো হয়েছে। তারা বলেছে, আদবানী পাকিস্তান থেকে সব কিছু ছেড়ে এদেশে চলে এসেছিলেন। তিনি সম্পূর্ণভাবে একজন ভারতীয়। একজন ভারতীয় নাগরিক এবং আমাদের দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার এমন বিদ্বেষমূলক মন্তব্য একেবারে ভুল।

Published on: মে ৩০, ২০২৪ at ২১:১৮


শেয়ার করুন