করণি জি মহারাজের জীবনী অনুপ্রেরণার উৎস -হিংলাজ দন রতনু

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৪, ২০২৪ at ১৬:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ৪ জানুয়ারি: রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ, রাজস্থান তথ্য কেন্দ্র, কলকাতার সহকারী পরিচালক এবং রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কলকাতা ও উত্তর-পূর্বের অফিসার ইনচার্জ, হিংলাজ দন রতনু বিকানেরে থাকার সময় আজ দেশনোক শ্রী করণি মন্দিরে পৌঁছন।

মা করণি জি মহারাজের দর্শন পেয়েছিলেন।তিনি বলেন যে করণি জি মহারাজের জীবন ও চরিত্র অনুপ্রেরণার উৎস। শ্রী করণি জির দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি৷

এই উপলক্ষে শ্রী করণী মন্দির ট্রাস্টের চেয়ারম্যান বাদল সিং দেপাওয়াত রতনুকে করণি জি মহারাজের ছবি ও সাহিত্য উপহার দেন৷

এই অনুষ্ঠানে রতনু করণি মন্দির ট্রাস্টের প্রশংসনীয় কাজের প্রশংসা করে বলেন যে করণি মন্দির ট্রাস্টের সেবামূলক কাজ ধর্ম, আধ্যাত্মিকতা এবং সেবার এক অপূর্ব সঙ্গম বলে মনে হয়।

Published on: জানু ৪, ২০২৪ at ১৬:৪৬


শেয়ার করুন