প্রাণী বিশ্ববিদ্যালয়- কো-অপারেটিভ নির্বাচনে শাসক দলের জোটকে বেগ দিল বিরোধীরা

দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান
শেয়ার করুন

শিক্ষা ক্ষেত্রে অবনমন এবং শিক্ষক-অশিক্ষকদের প্রলোভন আর বদলির ভয় দেখানো আর কর্তৃপক্ষের রক্তচক্ষুকে তারা যে পরোয়া করছে না তারই প্রতিফলন পড়েছে কিন্তু এই ভোটের ফলাফলে।এমনটাই মনে করছে বিশ্ববিদ্যালয়ের একাংশ।

Published on: নভে ১৫, ২০১৯ @ ১০:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ নভেম্বর:  সাম্প্রতিক্কালে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নানা দাবি-দাওয়া নিয়ে শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের আন্দোলন জোরালো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই শিক্ষক-অশিক্ষকদের একাংশ উপাচার্যের ঘরের সামনে অবস্থান-বিক্ষোভ করেছেন। এবার তারই প্রভাব পড়েছে কো-অপারেটিভ নির্বাচনে। শাসক তৃণমূল কংগ্রেস ও বামপন্থী সংগঠনের জোটকে জিততে খুবই বেগ পেতে হয়েছে বিরোধী দলগুলির কাছে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

বিরোধীদের ইঙ্গিতবাহী লড়াই- ভোটের ফলাফলে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি

  1.  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ৮ নভেম্বর পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে ৭টি আসনে লড়াই হয়। জেনারেল- মহিলা এবং তপশিলি জাতি-উপজাতি প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। তার মধ্যে সিপিএম-তৃণমূলের জোটবদ্ধ লড়াই এবং অপরদিকে বাকি দল লড়াই করে।
  2. কিন্তু এই নির্বাচনে যেটা তাৎপর্যপূর্ণ তা হল- শাসক-বাম জোটের কষ্টসাধ্য জয়। যেখানে গতবার তারা অনায়াসে জয়লাভ করেছিলেন সেখানে এবার জয় খুব সহজে আসেনি। ভোটের ব্যবধান ছিল খুব কম। শিক্ষা ক্ষেত্রে অবনমন এবং শিক্ষক-অশিক্ষকদের প্রলোভন আর বদলির ভয় দেখানো আর কর্তৃপক্ষের রক্তচক্ষুকে তারা যে পরোয়া করছে না তারই প্রতিফলন পড়েছে কিন্তু এই ভোটের ফলাফলে।
  3. তাতে এদিন যে ৩১৪টি ভোট পড়ে তাতে প্রচার না করেও বিশ্ববিদ্যালয়ের যারা ভালো চাইছেন যারা আর কর্তৃপক্ষের রক্তচক্ষু আর সহ্য করতে চাইছেন না প্রতিক্রীয়াশীল শিক্ষক ও কর্মচারীরা তারা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আর বেশিদিন কর্তৃপক্ষের চোখ রাঙানি আর পাইয়ে দেওয়ার রাজনীতিকে বরদাস্ত করবেন না। তা তারা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তিন, চার, পাঁচ ব্যবধানে হেরে। কারণ, পুজোর ছুটির মধ্যেই নোটিফিকেশন এবং প্রচার তারা করতেই পারেনি। এই অল্প সময়ের মধ্যে প্রচার করে যে ভোট তারা পেয়েছে তাতে নৈতিকভাবে প্রতিটি আসনে জয়লাভ করেছে। আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে তারা নামবে। এই হুঁশিয়ারিও তারা দিয়েছে।

Published on: নভে ১৫, ২০১৯ @ ১০:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − = 82