LIVE UPDATE: ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১৫, ২০১৮ @ ১০:২৫

এসপিটি স্পোর্টস ডেস্কঃ  শুরু হয়ে গেল বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচে হয়ে গেল একাধিক রেকর্ড। উঠে এল অনেক তথ্য। থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর।               সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা পাঠকের কাছে ফুটবলের জ্ঞানপাঠ দিতে চাই না। সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠক এই কলমের মাধ্যমে জানতে পারবেন বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।

ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।

এ পর্যন্ত গ্যাজিনস্কির গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে থাকছে।

উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।

প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

 এক নজরে রাশিয়া-সৌদি আরব ম্যাচঃ

বল দখলে রেখেছে রাশিয়া ৩৯% আর সৌদি আরব৬১%।

রাশিয়া শট নিয়েছে ১৪ আর সৌদি আরব নিয়েছে ৬।

গোল লক্ষ্য করে শট রাশিয়া নিয়েছে ৭ আর সৌদি আরব ০।

কর্নার আদায় করেছে রাশিয়া ৬ আর সৌদি আরব ২।

ফাউল করেছে রাশিয়া ২২ আর সৌদি আরব করেছে ১০।

রেকর্ডঃ

২১তম রাশিয়া বিশ্বকাপ ২০১৮ উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ তাদের উদ্বোধনী ম্যাচে জয়ী হল। ফলে এ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে ১৬টি জয়, ২টি ড্র হল।

বিশ্বকাপের ইতিহাসে রাশিয়ার ৫-০ গোলে জয় দ্বিতীয় সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৩৪ সালে ইতালি বিশ্বকাপে ইতালি উদ্বোধনী ম্যাচে আমেরিকাকে ৭-১ গোলে হারিয়েছিল। সেই রেকর্ডই এখনও পর্যন্ত অক্ষত হয়ে আছে।

সৌদি আরব তাদের বিশ্বকাপের ইতিহাসে ১১টি ম্যাচ খেলে ৯বার পরাজিত হয়েছে ও দু’বার ড্র করেছে। তাদের শেষ জয় এসেছে বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে ১৯৯৪ সালে।

রাশিয়া একটি ম্যাচে দ্বিগুনেরও বেশি পাঁচটি গোল করে রেকর্ড করেছেন যেখানে ২০১৪ সালের বিশ্বকাপের তিনটি ম্যাচে গোল হয়েছে ২টি।

ইউরি গ্যাজেনস্কি ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল লক্ষ্য করে শট নিলেন আর সেই শটেই এল কাঙ্খিত প্রথম গোল।

বিশ্বকাপের ইতিহাসে হেড দিয়ে উদ্বোধনী ম্যাচে গোল করলেন গ্যাজিনস্কি। এর আগে ১৯৯০ সালে ক্যামেরুন-আর্জেন্টিনা ম্যাচে হেডে গোল করেছিলেন ফ্র্যাঙ্কোইস ওমান-বিয়িক।

উদ্বোধনী ম্যাচে প্রথম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করলেন ড্যানিশ চেরিশেভ।

রাশিয়ার হয়ে সাতবার খেলা গ্যাজেনস্কি ও ১২বার খেলা চেরিশেভ দলের হয়ে প্রথম গোল করলেন।

আর্টেম ডিজুবা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামের ৮৯ সেকেন্ডের মাথায় গোল করেন। সেই সঙ্গে বদলি খেলোয়াড় হিসেবে সবচেয়ে দ্রুতগামী গোল করার রেকর্ড গড়েন। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে পোল্যান্ড-আমেরিকা ম্যাচে এই রেকর্ড ছিল মার্সিন জিউলাকোর।

রাশিয়ের হয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপ খেলার রেকর্ড গড়লেন সের্গেই ইগনাসেভিচ।তাঁর বয়স এখন ৩৮ বছর ৩৩৫দিন।

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 4