দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উইম্বলডন প্রথমবারের জন্য বাতিল হতে চলেছে

কোভিড-১৯ খেলা বিদেশ
শেয়ার করুন

  • উইম্বলডন টুর্নামেন্ট এবছর 29 জুন থেকে শুরু হওয়ার কথা।
  • বিশ্বব্যাপী ক্রীড়া বর্ষপঞ্জিতে করোনাভাইরাস আরও ধ্বংসস্তূপ ডেকে আনতে পারে তাই এই সাবধানতা।বলছেন আয়োজকরা।
  • ইতিমধ্যে ফরাসী ওপেন বিতর্কিতভাবে সরিয়ে দেওয়া নিয়ে সারা বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।

Published on: এপ্রি ১, ২০২০ @ ১৮:০৪ 

এসপিটি নিউজ ডেস্ক:  সারা বিশ্বজুড়ে এ এক ভয়াবহ কঠিন সময় এসে পড়েছে। যেখানে প্রতি মুহূর্তে শুধু বন্ধ আর স্থগিতের খবরই আসতে শুরু করেছে। ইতিপূর্বে জাপানে টোকিও অলিম্পিক এ বছর বাতিল করে সামনের বছর করা হল। বন্ধ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার বিশ্বের আরও এক জনপ্রিয় ঐতিহ্যমন্ডিত উইম্বলডন টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম।

খেলার জগতেও নেমে এসেছে করোনা ভাইরাসের ছায়া

টুর্নামেন্টের প্রধানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো উইম্বলডনকে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা কারণ হিসেবে বলেছেন- বিশ্বব্যাপী ক্রীড়া বর্ষপঞ্জিতে করোনাভাইরাস আরও ধ্বংসস্তূপ ডেকে আনতে পারে তাই এই সাবধানতা। ইতিমধ্যে ফরাসী ওপেন বিতর্কিতভাবে সরিয়ে দেওয়া নিয়ে সারা বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।কারণ, ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন 24মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা সরিয়ে দিয়ে 20 সেপ্টেম্বর করে দিয়েছে। ইতিমধ্যে ৭জুন পর্যন্ত সমস্ত ইভেন্ট বাতিল হয়েছে।

আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে

গোটা বিশ্ব জুড়ে কোভিড-19 এখন মহামারীর আকার নিয়েছে।বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা 40 হাজার ছাড়িয়েছে। বহু দেশে এখন লকডাউন চলছে।পরিস্থিতি খুবই ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে কোনও টুর্নামেন্টের আয়োজকরাই আর ঝুঁকি নিতে চাইছেন না। তাই তারা অনেক আগে থেকেই হয় টুর্নামেন্ট বাতিল কিংবা স্থগিত কিংবা তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।

বরিস বেকার সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে

দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বলডন এবার 29 জুন থেকে শুরু হওয়ার কথা। এবার এখানে শিরোপা জেতার জন্য পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে- নোভাক জোকোভিচ এবং সিমোনা হালেপ দৌড় শুরু করবেন। আয়োজকরা এর আগে গ্র্যান্ড স্ল্যাম খেলাতে অস্বীকার করেছিলেন। তবে টুর্নামেন্টটি স্থগিত করার ফলে নিজস্ব সমস্যাও তৈরি হবে বলে মনে করা হচ্ছে।তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকার অবশ্য এই সিদ্ধান্তে খুশি নন।মঙ্গলবার তিনি টুর্নামেন্টের প্রধানদের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অপেক্ষা করার আবেদন জানিয়েছিলেন।

ফেডেরার এবং সেরেনার দিকে তাকিয়ে এখন বিশ্ব

তবে 2006 সালের উইম্বলডন চ্যাম্পিয়ন, বিশ্বের প্রাক্তন মহিলা এক নম্বর অ্যামেলি মুরসেমো বলেন, যা পরিস্থিতি তাতে 2020 সালের মরশুমটি সম্ভবত বাতিল করতে হবে। উইম্বলডন বাতিল হওয়ার অর্থ একাধিক চ্যাম্পিয়ন রজার ফেডেরার, সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস যারা সম্ভবত শেষবারের মতো খেলতে চলেছে তাদের সামনে একটা সমস্যা তৈরি হবে। কারণ, 2021 সালে ফেডেরার এবং সেরেনার বয়স প্রায় 40 হবে এবং ভেনাসের বয়স হবে 41 বছর। তারা এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।ছবি সৌজন্যে এএফপি

Published on: এপ্রি ১, ২০২০ @ ১৮:০৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + = 11