
গোলের পর ফ্রান্সের এমবিঅ্যাপে। ছবি-ফিফা
Published on: জুলাই ১, ২০১৮ @ ০০:৪২
এসপিটি স্পোর্টস ডেস্কঃ জমে উঠেছে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। উঠে এসেছে অনেক তথ্য। ঠিক তেমনই শেষ ১৬-র লড়াইতে হয়ে গেল অনেক গোল। বিদায় নিল মেসি নির্ভর আর্জেন্টিনা।থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা পাঠকের কাছে ফুটবলের জ্ঞানপাঠ দিতে চাই না। সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠল এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।
ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।
এ পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে থাকছে।
উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।
প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।
রাউন্ড -১৬-র লড়াই
একনজরে উরুগুয়ে- পর্তুগাল ম্যাচ
উরুগুয়ে- ২ পর্তুগাল-১
কাভানি(৭ মি. ৬২ মি.) পেপে (৫৫ মি)
একনজরে ফ্রান্স – আর্জেন্টিনা ম্যাচ
ফ্রান্স -৪ আর্জেন্টিনা-৩্রর
গ্রিজম্যান (১৩মি.পেনাল্টি),পাভার্ড (৫৭মি.),এম্বিঅ্যাপে(৬৪, ৬৮মি.)
দি মারিয়া(৪১মি.),মার্কাডো(৪৮মি.), অ্যাগুয়েরা(৯০+৩ মি.)
ম্যান অফ দ্য ম্যাচ- এমবিঅ্যাপে (ফ্রান্স)
বল দখলে রেখেছে ফ্রান্স ৪০% আর আর্জেন্টিনা দখলে রেখেছে ৬০%
ফ্রান্স শট নিয়েছে ৯ আর আর্জেন্টিনা নিয়েছে ১০।
ফ্রান্স গোল লক্ষ্য করে শট নিয়েছে ৪ আর আর্জেন্টিনা ৪।
ফ্রান্স কর্নার আদায় করেছে ০ আর আর্জেন্টিনা নিয়েছে ৪টি।
ফ্রান্স ফাউল করেছে ২১ আর আর্জেন্টিনা করেছে ১৫।
Published on: জুলাই ১, ২০১৮ @ ০০:৪২