ফের নিম্নচাপের শঙ্কা, চারদিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Main আবহাওয়া দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২১, ২০২৩ at ১২:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ২১ অক্টোবর: আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে।ফলে দক্ষিণবঙ্গে পরপর কয়েকটা দিন বৃষ্টিতে ভিজতে পারে। ফলে পুজোর শুরুটা ঝকঝকে আবহাওয়া দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু বৃষ্টিতে ভিজতে চলেছে।আলিপুর আবহাওয়া অফিস থেকে এক বিশেষ বুলেটিনে সেকথা জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ থেকে ২২ অক্টোবর-এর মধ্যে প্রধানত উত্তর-পশ্চিমী বায়ু নিম্ন স্তরে অঞ্চলের স্থলভাগের উপর বিরাজ করার সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ এলাকা দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে । সেটি ২০ অক্টোবর সকাল সাড়ে এগারোটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছে। ২২ অক্টোবরের দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এটি ২২ অক্টোবর সকাল পর্যন্ত প্রাথমিকভাবে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং তারপর ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ২৬ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে কিন্তু পরিস্থিতি ভিন্ন। ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২৩ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথায় কবে কেমন বৃষ্টিপাত হবে তার একটা পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে- ২৩ অক্টোবর অর্থাৎ নবমীতে দক্ষিণবঙ্গের ছ’টি জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ৩০-৪০% হালকা বৃষ্টির সম্ভাবনার সাথে আকাশ মেঘলা থাকবে। তবে ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। অর্থাৎ ওই ছ’টি জেলাতেই ৭০-৮০% হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ আকাশ মেঘলা থাকবে। বাকি জেলাগুলিতে ৩০-৪০% বৃষ্টির সম্ভাবনা আছে।

২৬ অক্টোবর অবশ্য বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। বলা হয়েছে- পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় ৩০-৪০% খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।তবে বাকি জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।(File Pics)

Published on: অক্টো ২১, ২০২৩ at ১২:৩৮


শেয়ার করুন