পশ্চিমবঙ্গের স্বপ্না গড়ল ইতিহাস, এশিয়াডে ভারতকে এনে দিল ১১তম সোনা

খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ২৯, ২০১৮ @ ২০:১৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসের একাদশ দিনে ভারত ১১তম সোনার পদক জিতে নিল। বুধবার দিনের প্রথম সোনার পদক আসে ট্রিপল জাম্পে। অর্পিন্দর সিং জিতে নেয় সোনার পদক। দ্বিতীয় সোনার পদকটি আসে হেপ্টাথলনে। পশ্চিমবঙ্গের মেয়ে স্বপ্না বর্মন এক নয়া ইতিহাস গড়ে ভারতকে ১১তম সোনা এনে দেন। এই নিয়ে অ্যাথলেটিকসে ভারত পাঁচটি সোনা জিতে নিল। এর আগে অর্পিন্দর সিং (ট্রিপ্ল জাম্প), তজিন্দর সিং(শর্টপাট), নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), মনজিত সিং(৮০০মি) সোনা জেতে।

পশ্চিমবঙ্গের মেয়ে স্বপ্না বর্মন সাত বারে ৬০২৬ অঙ্কের সাথে সোনার পদক নিশ্চিত করে নেয়। ১০০ মিটার হিট-২ তে স্বপ্না ৯৮১ অঙ্ক নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। এর পর ১০০৩ অঙ্ক নিয়ে প্রথম স্থানে চলে আসে। ফের তিনি ৭০৭ অঙ্ক নিয়ে দ্বিতীয় স্থানে চলে যান। ২০০মিটার দৌড়ে হিট-২ এ তিনি ৭৯০ অঙ্ক পান।

এর আগে অমৃতসরের ২৫ বছরের যুবক অর্পিন্দর সিং ট্রিপল জাম্পে সোনা জেতেন। তিনি লাফান ১৬.৭৭মিটার।

Published on: আগ ২৯, ২০১৮ @ ২০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 46