
Published on: আগ ১২, ২০২৪ at ২০:৫৮
এসপিটি নিউজ, কলকাতা, ১২ আগস্ট: প্রতি বছরের মতো এবারেও ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব পালিত হবে। ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার থেকে ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার পর্যন্ত এই পাঁচদিন মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ৪০ তম ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে। এই খবর জানিয়েছেন ইসকন মায়াপুর ধামের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।
এক প্রেস বিজ্ঞপ্তিতা জানানো হয়েছে, ১৬ আগস্ট বিকাল ৫ টায চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধামাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মন্ডপে নিয়ে যাওয়া হবে। রাত ৮ টা পর্যন্ত চলবে আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দীপ দান, হিন্দোল ক্রীড়া এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যক্রম। দেশ-বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। পুরান অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলা স্বরূপ ঝুলন যাত্রা পালিত হয। রাধা কৃষ্ণবৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান-প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। আর সেই লীলার নানা রূপ এই যুগে ঝুলন যাত্রায় পরিবেশিত হয়।
সারা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হয ঝুলন মণ্ডপ। গুরুকুল ও গোশালার পাশে ঝুলন উদ্যানটি অবস্থিত। প্রাকৃ্তিক সৌন্দর্য্যে ভরপুর সুশীতল ছায়াণীড় ফুল-ফলে ভরা, বনরাজিতে সুসজ্জিত মনোমুগ্ধকর আলোক মালা ও কৃত্রিম ফোঁয়ারার ঐক্যতানে আপনাকে পৌঁছে দেবে অন্য এক অপ্রাকৃত জগতে। প্রত্যক্ষ দর্শন না করলে এর অপার মহিমা বোঝা অসাধ্য। মনের মণিকোঠায ভেসে উঠবে পরমেশ্বর ভগবা্ন রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার অপ্রাকৃত ছবি। ঝুলন প্রেমের উৎসব মিলনের উৎসব পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব। পরস্পরকে আপন করে নেওযার উৎসব।
এই উপলক্ষে ইসকন এক বার্তায় জানিয়েছে- ঝুল্ন ও রাখী পূর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব। প্রতিটি কোনে কোনে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম মৈত্রী ভালোবাসা। দৃঢ় হোক মানব মেলবন্ধন।
Published on: আগ ১২, ২০২৪ at ২০:৫৮