Published on: জুলা ১৬, ২০১৯ @ ২০:৪৮
এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৬জুলাই: মধ্য প্রাচ্যের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করতে ইন্ডিগো ছ’টি নতুন চালুর কথা ঘোষণা করল। এটি কার্যকর হবে ২৫শে জুলাই এবং ৫ই আগস্ট থেকে। ওই দিন থেকে দিল্লির সঙ্গে জেড্ডা এবং মুম্বইয়ের সঙ্গে কুয়েতের যোগাযোগ স্থাপনে নন-স্টপ উড়ান চালু হয়ে যাবে। এছাড়াও চাহিদা মতো স্বল্প-মূল্যের বহন অর্থাৎ লো-কস্ট ক্যারিয়র (এলসিসি) অনুযায়ী তৃতীয় নন-স্টপ উড়ান চালু হবে মুম্বই এবং দুবাইয়ের মধ্যে।
ইন্ডিগোর চিফ কমার্শিয়াল অফিসার উইলিয়াম বুল্টার জানিয়েছেন-“আমাদের প্রতিশ্রুতি মতো এই রুটগুলিতে আমাদের আন্তর্জাতিক কার্যক্রম আরও বেশি করে প্রসারিত করবে। আমাদের লক্ষ্য পরিষ্কারঃ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, পর্যটন ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা।”
বুল্টার আরও যোগ করেন: “ইন্ডিগো ব্যবসা এবং অবসর যাপনে থাকা পর্যটকদের উভয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য তার নেটওয়ার্ক সম্প্রসারিত করতে থাকবে।”
Published on: জুলা ১৬, ২০১৯ @ ২০:৪৮