আইসিএসই, আইএসসি-তে সাফল্যের ধারা বজায় রেখে এবারও নজর কাড়ল নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল

Main দেশ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: মে ১৭, ২০২৩ @ ২২:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ মে: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখে এবারও নজর কাড়ল নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই)-র দশম শ্রেণির ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই)-তে নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুলের ছাত্র অরুণাভ দত্ত ৯৯.৪ শতাংশ নম্বর নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। আর দেবাদৃতা ঘোষ ৯৯ শতাংশ নম্বর নিয়ে রাজ্যস্তরে পঞ্চম স্থান অর্জন করেছে। আইএসসি-তেও সাফল্যের ধারা বজায় রেখেছে নৈহাটির এই স্কুল। আয়ুষ কুমা্র শ সর্বোচ্চ ৯৭.৭৫ শতাংশ নম্বর নিয়ে স্কুলে সেরা ছাত্র হয়েছে।স্কুলের এই সাফল্যকে প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন।

আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ, আইএসসি-তে ৯৬.৯৩ শতাংশ

গত পরশু রবিবার ১৫ মে ২০২৩ তারিখে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই)-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল আইএসসি পরীক্ষা। এ বছর আইসিএসই-তে বসেছিল মোট ২,৩৭,৬৩১জন। এবং আইএসসি-তে বসেছিল মোট ৯৮,৫০৫জন। এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। আর আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ।

দুই কৃতী ছাত্র-ছাত্রীকে মুখ্যমন্ত্রীর সাক্ষরিত শংসাপত্র

নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল যথারীতি তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। স্কুলের প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য জানিয়েছেন- অন্যান্য বছরের মতো এবারও তাদের স্কুল খুব ভালো ফল করেছে। দশম শ্রেণির আইসিএসই-তে সেন্ট লুক’স ডে স্কুল থেকে মোট ১২০জন পরীক্ষা দিয়েছে। সাফল্যের হার ১০০ শতাংশ। স্কুলের কৃতী ছাত্র অরুণাভ দত্ত ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যস্তরে তৃতীয় এবং স্কুলেরই আর এক কৃতী ছাত্রী দেবাদৃতা ঘোষ ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যস্তরে পঞ্চম স্থান অধিকার করেছে। রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে এই দুই কৃতী ছাত্র-ছাত্রীকে মুখ্যমন্ত্রীর সাক্ষরিত শংসাপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়েছে।

প্রাইভেট শিক্ষক ছাড়াই আইএসসি-তে সফল আয়ুষ

স্কুলের প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য জানিয়েছেন- দ্বাদশ শ্রেণির আইএসসি-তে সাফল্যের ধারা বজায় রেখেছে সেন্ট লুক’স ডে স্কুল।এই বছর তাদের স্কুল থেকে মোট ৮৯ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে আয়ুষ কুমার শ ৯৭.৭৫ শতাংশ সর্বোচ্চ নম্বর পেয়েছে।স্কুলে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে অর্ক প্রভ ঘোষ- ৯৪.৫ শতাংশ এবং ৯৪ শতাংশ নম্বর পেয়ে স্কুলে তৃতীয় হয়েছে আগ্নিক ভট্টাচার্য। প্রিন্সিপাল বলেন- আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সুপ্রচেষ্টার ফল পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। আইএসসি-তে স্কুলে প্রথম হওয়া আয়ুষ তার বড় উদাহরণ। কোনও প্রাইভেট শিক্ষক ছাড়াই সে এই সাফল্য পেয়েছে। এছাড়াও আইসিএসই-তেও এমন আরও অনেক উদাহরণ আছে, যেখানে কোনও প্রাইভেট শিক্ষক ছাড়াই কিছু ছাত্র-ছাত্রী কোনও বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে।

পশ্চিমবঙ্গে মোট ২৩জন এবছর প্রথম ,দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে একজন। দ্বিতীয় স্থান পেয়েছে মোট পাঁচ জন, তৃতীয় স্থান পেয়েছে মোট ১৬জন এবং চতুর্থ স্থান পেয়েছে একজন।

Published on: মে ১৭, ২০২৩ @ ২২:৫৩


শেয়ার করুন