BTF: ATSPB প্রকাশ করল এক্সিবিটর এন্ড মেম্বারস ডিরেক্টরি-2025

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৫, ২০২৫ at ১২:৫৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল বা এটিএসপিবি তাদের বেঙ্গল ট্যুরিজম ফেস্ট-এ এবছর তাদের নয়া ডিরেক্টরি প্রকাশ করেছে। বিগত বছরগুলির চেয়ে এবারের ডিরেক্টরি পর্যটন ব্যবসায়ীদের জন্য আরও সুন্দর ও গঠনমূলক হয়ে উঠেছে। সভাপতি সাগর গুহ, সহ-সভাপতি সমর ঘোষ, যুগ্ম সম্পাদক স্বরূপ ভিট্টাচার্য এবং তারক সাহার তত্ত্বাবধানে এবারের ‘এক্সিবিটর এন্ড মেম্বারস ডিরেক্টরি’ হয়ে উঠেছে আরও উজ্জ্বল আর মূল্যবান। এ ধরনের ডিরেক্টর পশ্চিমবঙ্গে ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ীদের কাছে অত্যন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে।

এই ডিরেক্টরিতে কি কি আছে

এই ডিরেক্টরি সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে। বইটির প্রথমে রাখা হয়েছে ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার রিজিওনাল ডিরেক্টর (পূর্ব) প্রণব প্রকাশের একটি বার্তা। বিটিএফ-এ নান্দনিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এরপর আছে এটিএসপি বি-র সম্পর্কে কিছু কথা। তারপর রয়েছে তাদের কর্মসূচির কথা। এরপর রাখা হয়েছে অ্যাসোসিয়েশনের দুই প্রয়াত শীর্ষ কর্তার প্রতি শোকজ্ঞাপন, রাখা হয়েছে সভাপতি ও মেলার আহ্বায়ক সাগর গুহর বক্তব্য, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহার বক্তব্য। দেওয়া হয়েছে এক্সিকিউটিভ মেম্বারদের ছবি সহ নাম, ফোন নম্বর। একেবারে শেষে দেওয়া হয়েছে প্রত্যেক সদস্যদের নাম ও তাদের প্রতিষ্ঠানের নাম , ঠিকানা ও ফোন নম্বর। একেবারে শেষে অ্যাসোসিয়েশনের সারা বছরে বিভিন্ন অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি।

গত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ট্যুরিজম ফেস্ট। সেই উপলক্ষে এক বার্তায়  ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার রিজিওনাল ডিরেক্টর (পূর্ব) প্রণব প্রকাশে লিখেছেন- “অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডারস অফ বেঙ্গল (ATSPB) ৭-৯ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘বেঙ্গল ট্যুরিজম ফেস্ট’ (BTF) আয়োজন করতে চলেছে।এটি পর্যটন, শিক্ষা প্রতিষ্ঠান, অনুমোদিত পর্যটন ও আতিথেয়তা পরিষেবা প্রদানকারী, শিক্ষার্থী এবং জনসাধারণের সকলের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হবে। আমি এই অনুষ্ঠানের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি।“

বইটিতে অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রয়াত সত্যজিৎ মজুমদার ও প্রাক্তন যুগ্ম সম্পাদক প্রয়াত সন্দীপন বিশ্বাসের অকাল প্রয়াণে গভীরভাবে শোকজ্ঞাপন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সভাপতি সাগার গুহ তার বার্তায় লিখেছেন- “ATSPB-তে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পর্যটনের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগগুলিকে পুঁজি করে আমাদের অবশ্যই সাধারণের ঊর্ধ্বে উঠতে হবে।“

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহা এক বার্তায় লিখেছেন-“ ‘বেঙ্গল ট্যুরিজম ফেস্ট’ (BTF) ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ফিরছে, যা পর্যটন উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যের সুযোগ প্রদান করবে।

যুগ্ম আহ্বায়ক সাগর গুহ ও শ্যামল নন্দন এক বার্তায় লিখেছেন-“ “এটিএসপিবি বাংলার সীমানা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখে, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে বিটিএফের মাধ্যমে দেশব্যাপী পর্যটন ব্যবসার বিকাশ ঘটে।”

এই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমর ঘোষ সবচেয়ে প্রবীণ সদস্য হিসাবে এটিকে একজন অভিভাবকের মতো স্ফল্ভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যা সত্যি তাৎপর্যপূর্ণ। বর্তমানে এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ৩০০-র কাছাকাছি পৌঁছেছে।

এই অ্যাসোসিয়েশন ২০২২৫ সালে তাদের কর্মসূচি রেখেছে , যেখানে তারা-

  • অপ্রত্যাশিত দুর্ঘটনার সময় পর্যটন ব্যবসায় জড়িত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা।
  • বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য আর্থিক সহায়তা।
  • অনাথ শিশুদের সহায়তাকারী প্রতিষ্ঠানগুলির জন্য আর্থিক সহায়তা করার অঙ্গীকার করেছে।

এই ডিরেক্টরিতে এটিএসপিবি যে সমস্ত সরকারি পর্যটন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা হল- ইনক্রিডিবল ইন্ডিয়া, বোরোল্যান্ড ট্যুরিজম, ঝারখণ্ড ট্যুরিজম, মধ্যপ্রদেশ ট্যুরিজম, রাজাস্থান ট্যরিজম, মেঘালয় ট্যুরিজম, ছত্তিশগড় ট্যুরিজম, কেরালা ট্যরুজম, তামিলনাড়ু ট্যুরজম, ত্রিপুরা ট্যুরিজম, উত্তরপ্রদেশ ট্যুরিজম এবং জম্মু ও কাশ্মীর ট্যুরিজম।

Published on: ফেব্রু ১৫, ২০২৫ at ১২:৫৭


শেয়ার করুন