প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে এক অনন্য নজির গড়েছেন, এবার তাঁর লক্ষ্য দুর্গম মাউন্ট দেনালি

দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

  • আইটিবিপি-র ডিয়াইজি মহিলা আইপিএস অপর্ণা ৩৫ কিলো ওজনের সরঞ্জাম কাঁধে নিয়ে ১১১ কিলোমিটার বরফে ঢাকা পথ পেরিয়ে পৌঁছেছেন দক্ষিণ মেরু।
  • জয় করেছেন ছ’টি মহাদেশের ছ’টি শৃঙ্গ।
  • জুলাই মাসে শুরু তাঁর সবচেয়ে কঠিন অভিযান মাউন্ট দেনালি।

 Published on: এপ্রি ২, ২০১৯ @ ০৯:২৮

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতে মেয়েরা যে এখন ছেলেদেরকেও পিছনে ফেলে দিচ্ছে সেটা কিন্তু আরও একবার সামনে চলে এই মহিলা আইপিএস অফিসারের অনন্য নজির স্থাপনের মধ্যে দিয়ে। অনেক ছেলেই যা করতে গিয়ে দু’বার ভাববে তা অন্যাসে করে দেখিয়েছেন ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশের এই মহিলা আইপিএস অপর্না কুমার। গত জানুয়ারি মাসেই তিনি জয় করে এসেছেন দক্ষিণ মেরু। এবার তাঁর লক্ষ্য আরও দুর্গম উত্তর মেরু। অভিযানে যাচ্ছেন এবার মাউন্ট দেনালি। যা আরও কঠিন আরও বিপদ সঙ্কুল।

বরফের উপর দিয়ে ১১১ কিলোমিটার হেঁটে দক্ষিণ মেরু অভিযান সম্পূর্ণ করে ভারতের তেরঙা পতাকা উড়িয়ে এসেছেন ভারত মাতার বীর কন্যা দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার অপর্ণা কুমার। সেইসময় তিনি ৩৫কিলো ওজনের সরঞ্জাম বহন করে হেঁটেছেন। যা খুবই দুঃসাধ্য। তিনি ইতিমধ্যেই ছ’টি মহাদেশের ছ’টি পর্বত শৃঙ্গ জয় করেছেন। তাঁর কৃতিত্বকে দেশের মানুষ তো বটেই সমস্ত জওয়ান কুর্নিশ জানিয়েছেন।

এবছর ১৩ই জানুয়ারি অপর্ণা কুমার পৌঁছন দক্ষিণ মেরু। সেখানে তিনি জাতীয় ও আইটিবিপি পতকা তোলেন। দেশের প্রথম আইপিএস অফিসার হিসেবে এবার তিনি যাচ্ছেন উত্তর মেরু। জুলাই মাসে তাঁর লক্ষ্য এবার মাউন্ট দেনালি।

Published on: এপ্রি ২, ২০১৯ @ ০৯:২৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 5