বারাকপুর গান্ধী ঘাটে গান্ধী জয়ন্তীর সাথে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলেছে ETAA

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৯, ২০২৩ at ১৮:০৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন বা ETAA আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ বারাকপুরের গান্ধী ঘাটে গান্ধী জয়ন্তীর সাথে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলেছে।যুব ট্যুরিজম ক্লাব, ট্যুর অপারেটর এবং ট্র্যাভেল এজেন্টদের সাথে পর্যটন মন্ত্রক, ভারত সরকারের কলকাতা অফিসের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। সেখানে স্বচ্ছ ভারত অভিযান (একটি পরিচ্ছন্নতা অভিযান) ইভেন্টও থাকছে। জানিয়েছেন ETAA-র পূর্ব চ্যাপ্টারের চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কৌশিক ব্যানার্জি জানিয়েছেন- ওইদিন তারা গান্ধী ঘাটে বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি নিয়েছে। যার মধ্যে রয়েছে- হেরিটেজ ওয়াক, কাছাকাছি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান, পর্যটন স্টেকহোল্ডার এবং যুব ট্যুরিজম ক্লাবের ছাত্রদের দ্বারা জীবনের জন্য ভ্রমণের অঙ্গীকার, সম্মানিত অতিথির সংবর্ধনা, স্থানীয় সেলিব্রিটি এবং প্রভাবশালীদের কাছ থেকে অনুমোদন, স্ট্রিট আর্ট।

ইতিমধ্যে কলকাতায় এর আগে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা TAFI, অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল বা ATSPB ব্বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে। প্রত্যেকেরই লক্ষ্য স্বচ্ছতা। স্বচ্ছতাই হয়ে উঠুক ভ্রমণের দিশা। যেখানেই মানুষ ভ্রমণ করুক না কেন তারা যেন স্বচ্ছতা বজায় রাখে। এই বার্তাই বিশ্ব পর্যটন দিবসের মাধ্যমে তুলে ধরছে বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলি।

Published on: সেপ্টে ২৯, ২০২৩ at ১৮:০৮


শেয়ার করুন