Published on: জুন ৯, ২০২৩ @ ২৩:৫৯
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ৯ জুন: পুজোর ছুটির আগে কলকাতায় আজ থেকে শুরু হল বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা। ছ’টি রাজ্য সরকারি পর্যটন সংস্থা সহ মোট ১০০টিরও বেশি ভ্রমণ ও পর্যটন বিষয়ক সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ড. সাগ্নিক চৌধুরী পর্যটন মেলা ২০২৩-এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড় পর্যটনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ছিলেন পর্যটন মেলার মুখ্য আয়োজক অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম প্রোভাইডার্স অব বেঙ্গল-এর সভাপতি মদন আগরওয়ালও।বিকেলে এসেছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোস।তিনি আসার পর তাকে দিয়ে ফের প্রদীপ জ্বালিয়ে মেলার শুভারম্ভ করা হয়।
পর্যটন মেলায় যারা অংশ নিয়েছে
কলকাতায় এটিএসপিবি-র উদ্যোগে আয়োজিত এই পর্যটন মেলা এবার সপ্তম বারে পড়ল। এবার এই পর্যটন মেলায় ইন্ডিয়া ট্যুরিজম, গুজরাট ট্যুরিজম, মধ্যপ্রদেশ ট্যুরিজম, ছত্তিশগড় ট্যুরিজম, তামিলনাড়ু ট্যরিজম, তেলেঙ্গানা ট্যুরিজম অংশ নিয়েছে। এছাড়াও সারা ভারতের সমস্ত রাজ্য পর্যটন সংস্থার অনুমোদিত একাধিক ট্যুর অপারেটর্স সহ ট্রাভেল এজেন্টরাও তাদের ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক ভ্রমণ সংস্থা যারা তাদের নিজস্ব ট্যুরিজম প্রপার্টিকে এই মেলার মাধ্যমে পর্যটনপ্রেমীদের সামনে তুলে ধরেছে।
ড. সাগ্নিক চৌধুরী এটিএসপিবি-র এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন
এদিন উদ্বোধনী ভাষণে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ড. সাগ্নিক চৌধুরী এটিএসপিবি-র এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কলকাতায় এ ধরনের একটি ইভেন্ট একদিকে যেমন ট্যুর অপারেটর্সদের কাছে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে ঠিক তেমনই এখানে এসে ভ্রমণপ্রিয় মানুষেরা তাদের বেড়ানোর বিষয়ে অনেক কিছু জানতে পারবে। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট ট্যুর অপারেটর ও ভ্রমণপ্রেমীদের কাছে খুবই গুরুত্বপুর্ণ জায়গা হয়ে উঠেছে। এজন্য অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গলক ধন্যবাদ জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের আণচলিক অধিকর্তা।
পর্যটন মেলার সাফল্য কামনা করে বক্তব্য রেখেছেন যারা
পর্যটন মেলার সাফল্য কামনা করে বক্তব্য রেখেছেন মধ্যপ্রদেশ পর্যটনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইভেন্ট এবং মার্কেটিং সৌরভ পান্ডে, গুজরাট পর্যটনের অনুজিত মুখার্জি, তেলেঙ্গানা পর্যটনের কলকাতার পর্যটন আধিকারিক বিশ্বজিৎ পাল, ছত্তিশগড় পর্যটনের কলকাতার পর্যটন আধিকারিক চিন্ময় দাশগুপ্ত, তামিলনাড়ুর পর্যটন আধিকারিক এস কমলাকান্নন।
উজ্জ্বল উপস্থিতি ছিল গুজরাটের এক্সপার্ট হসপিটালিটির এমডি নীরব মুন্সির
এদিনের পর্যটন মেলায় উজ্জ্বল উপস্থিতি ছিল গুজরাটের এক্সপার্ট হসপিটালিটির এমডি নীরব মুন্সির। তিনি বাংলার সর্ব্বৃহৎ পর্যটন মেলায় হাজির থেকে মেলার শ্রীবৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেছেন, কলকাতায় এই মেলা ট্যুর অপারেটর থেকে শুরু করে মেলায় আগত মানুষদের উপকার করবে। এখানে এসে মানুষ তাদের পছন্দের বেড়ানোর জায়গা বেছে নিতে পারবেন।
এটিএসপিবি-র সভাপতি মদন আগরওয়ালের প্রশংসা হিংলাজ দন রত্নুর মুখে
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক এবং রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু। তিনি বলেন, এই মেলার মুখ্য আয়োজক এটি এটিএসপিবি-র সভাপতি মদন আগরওয়াল তার নিজের টিমকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন তা সত্যিই মনে রাখার মতো। এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি এদিন বিটিএফ-এর আহ্বায়ক ও সংস্থার সহ সভাপতি সমর ঘোষ, সাধারণ সম্পাদক কমল কিশোর গুপ্তা এবং সুনন্দা সরকারের কথা বলেন। একইভাবে হিংলাজ দন রত্নুও এদিন এই পর্যটন মেলার গুরুত্বের কথা তুলে ধরেন।
এবারের পর্যটন মেলায় উল্লেখযোগ্য উপস্থিতি মাই হলিডে মেকার্স, কল্যানী ট্যুরস এন্ড ট্রাভেলস, রামকৃষ্ণ ট্রাভেলস, নরেস্টে, স্বপ্নদীপ ট্যুর এন্ড ট্রেকস, চলো ঘুরে বেড়াই, ডায়মন্ড ট্যুরস এন্ড ট্রাভেলস, আনন্দিতা স্পেশাল, কিংস ট্রাভেলস। এছাড়াও আছে কুমার’স গ্রুপ অব হোটেলস, দেরাদুনের হোটেল গ্র্যান্ড।
Published on: জুন ৯, ২০২৩ @ ২৩:৫৯