
Published on: মার্চ ৭, ২০২৫ at ২৩:২৬
এসপিটি নিউজ, কলকাতা, ৭ মার্চ : আজ দেশের ‘সাংস্কৃতিক রাজধানী’ কলকাতায় প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক কৃষ্ণ বিহারী মিশ্রের দ্বিতীয় পুন্য তিথি (মৃত্যু বার্ষিকী) উপলক্ষে নতুন বই প্রকাশ করা হয়। বই-এর নাম ‘গৌরৈয়া সসুরাল গয়ী’। কলকাতায় রাজস্থান সূচনা কেন্দ্রের এই বই প্রকাশের অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের আয়োজন করে কৃষ্ণ বিহারী মিশ্র অধ্যয়ন মন্ডল। বিচার গোষ্ঠী-১৭। উপস্থিত ছিলেন ছিলেন রাজস্থান সরকারের অ্যসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রতনু, সংযোজক কমলেশ মিশ্র এবং যুগ্ম সচিব অনিল শুক্ল এবং অজয়েন্দ্র ত্রিবেদী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. বসুন্ধরা মিশ্র, বই-এর বিশ্লেষণ করেন ডা” রেশমী পন্ডা মুখার্জী। এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণ বিহারী মিশ্রের আত্মীয়স্বজন।
কৃষ্ণ বিহারী মিশ্র একজন হিন্দি লেখক এবং পণ্ডিত ছিলেন। তিনি সাহিত্য আকাদেমি কর্তৃক মূর্তিদেবী পুরস্কার এবং ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
কৃষ্ণ বিহারী মিশ্রের জন্ম তারিখ ১ জুলাই, ১৯৩৬ এবং তাঁর জন্মস্থান ছিল উত্তর প্রদেশের বালিয়া জেলার বলিহার গ্রাম। প্রয়াত হন ২০২৩ সালের ৭ মার্চ। মিশ্রজি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি হাজারী প্রসাদ দ্বিবেদী এবং বিশ্বনাথ প্রসাদ মিশ্রের মতো মানুষের প্রিয় ছাত্র ছিলেন। পরে তিনি কলকাতায় আসেন এবং সেখানে অবস্থানকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে সাংবাদিকতা বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর পর তার সাহিত্যিক জীবন শুরু হয় এবং শীঘ্রই তিনি সাহিত্যিক প্রবন্ধ লেখক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন।
Published on: মার্চ ৭, ২০২৫ at ২৩:২৬