বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দেশ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতা, ৩ মার্চ: বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় ইস্তফা দিতে চলেছেন। রবিবার এবিপি আনন্দ-এর কাছে একথা তিনি প্রথম জানান। তারাই এই সংবাদ ব্রেক করেছে। সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে এটা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী মঙ্গলবার তিনি তার পদত্যাগ পত্র ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানবিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। এরপর তিনি হাইকোর্টের সামনে মাস্টারদা সুর্যসেনের মূর্তির পাদদেশে এসে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই তাদের সব প্রশ্নের উত্তর দেবেন।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন- আমি আগামী মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমার পদত্যাগ পত্র দেব। এরপর আমি হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হব। সেদিন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। াগামিকাল তিনি হাইকোর্টে যাবেন। তার কাছে যে মামলাগুলি আছে সেগুলি ওন্যত্র হস্তান্তর করে মুক্ত হবেন।এর বাইরে তিনি এদিন সংবাদ মাধ্যমের কাছে একট কথাও বলেন নি। শুধু বলেছেন মাস্টারদা সূর্য সেনকে এই হাইকোর্টে তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসির  রায় দিয়েছিলেন। আমি মনে করি সেই রায় সঠিক ছিল না। পরবর্তীকালে এই বিষয়ে আমাদের বিচারপতি রাধাবিনোদ পাল বলেছিলেন। আমি সেই মাস্টারদা সূর্সেনের মুর্তির পাদদেশে দাঁড়িয়ে আমার কথা বলব আগামী মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হব।

তার আগে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি বলেন- “আমার জীবনের গুরুত্বপ[উর্ণ সিদ্ধান্ত তো বটেই। আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে।  মঙ্গলবার ইস্তফা দেব। এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলব। আজ শুধু এটুকু বলব যে, আদালতে যে কাজটা করি, সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে । এখন হয়ত আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে, মানুষের মধ্যে। আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পন করতে চাই। কারণ, আদালতে তাঁরাই আসেন, যাঁরা মামলা করতে চান। তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন।  আমার মনে হয়েছে, বিচারব্যবস্থায় , আদালত নামের যে প্রতিষ্ঠান , যেখানে ছ-বছর বিচারপতি হিসাবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। এখানে আর নতুন করে কিছু করার নেই।“

এরপর তিনি বলেন-“এই যে বৃহত্তর ক্ষেত্রে যেতে হচ্ছে আমাকে, এর জন্য আমাদের  ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাব। আমি যখনই কোনও ন্যায় বিচার করতে গিয়েছি, যেখানে ন্যায্যতা থাকবে, সেটা যখনই তাদের পছন্দ হয়নি, তাদের বিভিন্ন মুখপাত্র বিচারপতির উদ্দেশে, আদালতের উদ্দেশে অত্যন্য অপমানজনক মন্তব্য করেছেন, ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন। বারে বারেই ওই দলের তরফে বলা হয়েছে, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। আনি ভেবে দেখলাম,, তাঁরা যখন ডেকেইছেন এত করে, এত ধরনের ব্যাঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাই তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত। তাই একপ্রকার তাঁদের এই অপমানজনক কথাবার্তা এনং পাশাপাশি যে আহ্বান, মাঠে এসে বলুন, সেই জন্যই পদ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত। “ যোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


শেয়ার করুন