মেয়ে চারটে গাঁদা ফুল তোলায় বাঁশ দিয়ে বাবাকে পিটিয়ে পালাল বাগানের মালিক

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: ফেব্রু ২২, ২০১৮ @ ০০:১১

এসপিটি নিউজ,বারুইপুর, ২১ফেব্রুয়ারিঃ  কত কি না হয়! সোনা নয় টাকাও নয়। শুধু গাছের ফুল। তাও খুব সাধারণ ফুল। গাঁদা ফুল। আর তারজন্য কত কি না হয়ে গেল বারুইপুরের ফুলবাড়ি ধারাতে। বাড়ির পিছনের বাগান থেকে মাত্র চারটে গাঁদা ফুল তোলে সপ্তম শ্রেণীর এক ছাত্রী। আর তার জন্য তাকে চুরির অপবাদ সইতে হল। মারধর করার অভিযোগ উঠল বাগানের মালিকের বিরুদ্ধে। একথা শুনে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। তখন তাকে বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।অভিযুক্ত বাগানের মালিক ঘটনার পর থেকে পলাতক। ঘটনাটি ঘটে ভাঙ্ড় থানার ফুলবাড়ি ধারাতে। অভিযুক্ত বাগানের মালিক সঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে ভাঙ্ড় থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা সুকুমার মণ্ডল।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ভাঙরের ধারা ফুলবাড়ির বাসিন্দা সুকুমার মণ্ডলের মেয়ে  সপ্তম শ্রেণীর ছাত্রী ১২ বছরের সুস্মিতা মণ্ডল মঙ্গলবার দাদুর ছবিতে মালা দেওয়ার জন্য বাড়ির পিছনে গাঁদা ফুলের খেত থেকে চারটে গাঁদা ফুল তুলতে গেছিল।

অভিযোগ,সেই সময় বাগানের মালিক সঞ্জিত মণ্ডল তা দেখে ফেলে। সুস্মিতাকে ধরে মারধর করে। সুস্মিতা কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবাকে সব জানায়। মেয়ের অভিযোগ শুনে বাবা সুকুমার মণ্ডল বাঁশ দিয়ে পেটায়।

সুকুমার বাবুর আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত এলাকা থেকে চম্পট দেয়। আহত অবস্থায় সুকুমারবাবুকে স্থানীয় বাসিন্দারা নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনায় প্রতিবেশীরা অভিযুক্তর নিন্দা করে তার শাস্তি দাবি করেছেন। ভাঙড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Published on: ফেব্রু ২২, ২০১৮ @ ০০:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =