ASISC: আজ থেকে দার্জিলিঙে শুরু হল পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের আঞ্চলিক সম্মেলন

Main দেশ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: জুন ৯, ২০২২ @ ২৩:০৮

এসপিটি নিউজ: আজ থেকে দার্জিলিঙে শুরু হল অ্যাসোসিয়েশন অব স্কুলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা এএসআইএসসি- পশ্চিম্বঙ্গ ও উত্তর-পূর্ব চ্যাপ্টারের অ্যানুয়াল জেনারেল মিটিং এবং রিজিওনাল কনফারেন্স। এই উপলক্ষ্যে বোর্ডের কর্তাব্যাক্তিদের পাশাপাশি হাজির হয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরাও। সম্মেলন চলবে আগামী ১১ জুন পর্যন্ত।এটি অনুষ্ঠিত হবে দার্জিলিং জিমখানা ক্লাবে।

আগামিদিনে কাউন্সিলের কি ভাবনা-চিন্তা আছে, কি কি পদক্ষেপ নেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই তিনদিনের সম্মেলনে। এবারের সম্মেলনে এজিএম-এ মূল থিম হল- আনলক দ্য ফিউচার অর্থাৎ মুক্ত ভবিষ্যৎ।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিআইএসসসি-র সিইও এবং সেক্রেটারি জেরি অ্যারাথুন এবং বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অনিতা অ্যারাথুন।

সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলকাতায় রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস। এছাড়াও ২০২১-২০২২ সালের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস পাচ্ছেন সেন্ট ডেনিস স্কুলের প্রিন্সিপাল ভোলানাথ সাউ, গুরুকুল বিদ্যামন্দিরের প্রিন্সিপাল অনিমেষ কুমার দে, সেন্ট মিলারেপা অ্যাকাডেমি’র প্রিন্সিপাল এল ডব্ল্যু ভুটিয়া, বৃন্দাবন স্কুলের ডাইরেক্টর লাভন প্রধান। মুল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিকিমে কাঞ্চনজঙ্ঘা স্টেট ইউনিভার্সিটির ভায়েস-চ্যান্সেলর প্রফেসার ড. আশীষ শর্মা। এই সম্মেলনে উপস্থিত থাকছেন সংবাদ প্রভাকর টাইমস-এর অ্যাসিস্ট্যান্ট এডিটর জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।

অ্যাসোসিয়েশন তাদের লক্ষ্য সম্পর্কে বলেছে- “আমাদের লক্ষ্য হল একটি ছাতার নীচে সমস্ত সদস্য বিদ্যালয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং এর প্রভাবে পৌঁছানো, ভাগ করা এবং বোঝা, নেতৃত্ব দেওয়া এবং পরিচালনা করা, আরও ভাল শিক্ষা, জ্ঞান এবং প্রজ্ঞার বিকাশের জন্য একত্রিত হওয়া এবং জমাটবদ্ধ হওয়া।

Published on: জুন ৯, ২০২২ @ ২৩:০৮


শেয়ার করুন