জয়শলমীর ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পছন্দের তালিকায় এক নম্বর, নজর কাড়ছে ‘ডেজার্ট ক্যাম্প’

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ৬, ২০২৩ @ ২৩:৫০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৬ আগস্ট:  ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে জয়শলমীর পছন্দের তালিকায় এক নম্বর। রাজস্থান বেড়াতে যাওয়া বাঙালির তালিকায় অবশ্যই থাকে ‘সোনার কেল্লা’ খ্যাত এই মরুভূমির দেশ। যেখানে ক্যামেল রাইড থেকে ‘ডেজার্ট ক্যাম্প’ বিশেষ আকর্ষণ। অতিথিপ্রিয় রাজস্থানে বাঙালিদের আরও উৎসাহী করে তুলেছে রাজস্থান সরকারের সুব্যবস্থা। আর কলকাতায় বসে সেই কাজটি সুনিপুণভাবে দায়িত্বের সংগে করে চলেছেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরটিডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রতনু।

জয়শলমীর বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের গন্তব্য-হিংলাজ দন রতনু

সম্প্রতি হিংলাজ দন রতনু জয়শলমীর পরিদর্শনে যান।সেখান থেকে তিনি কলকাতায় সংবাদ প্রভাকর টাইমস-কে ফোনে জানান, “এই মুহূর্তে জয়শলমীর বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের গন্তব্য। আগে ‘সোনার কেল্লা’ এবং এখন ‘একেনবাবু’ জয়শলমীরকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। কলকাতায় বুকিং-এর গতিতেই তা প্রমাণ হয়ে গিয়েছে। তাছাড়া, অনেক দিন বাদে আমার প্রিয় রাজ্য রাজস্থানে এসে সেটা আরও বেশি করে উপলব্ধি করতে পারছি। পর্যটনপ্রেমীরা ক্রমেই ‘ডেজার্ট ক্যাম্প’ এবং ‘ক্যামেল রাইড’ ও ‘জিপ সাফারি’ নিয়ে খুবই উৎসাহী হয়েছে। আমি নিজেও এখানে বালিয়াড়িতে ক্যামেল ও জিপ সাফারি করলাম।এ এক অনন্য অনুভূতি, এখানে না এলে উপলব্ধি করা যাবে না।”

নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জয়শলমীর ভ্রমণের একেবারে উপযুক্ত সময়-দীপক গোপ

একই কথা জানালেন জয়শলমীরে গোল্ডেন ভিলা হোটেল ও ক্যাম্পের দীপক গোপাও। ফোনে সংবাদ প্রভাকর টাইমস-কে জানালেন – নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জয়শলমীর ভ্রমণের একেবারে উপযুক্ত সময়। এই সময়টা পিক সিজন। সেই সময় হোটেল ও ক্যাম্পের রেট বেশি থাকে। ৬ থেকে ৮ হাজার টাকা। এর মধ্যে প্রাতঃরাশ, নৈশভোজ, টি ও হাই-টি’র ব্যবস্থা আছে। এছারাও ক্যামেল রাইড সহ অন্যনায় খরচ ধরা আছে।বলা যেতে পারে এই টাকায় একজন মানুষ সারাদিনে ভালোভাবে জয়শলমীর ঘুরে নিতে পারবেন।

জয়শলমীরে গোল্ডেন ভিলা চালু হয়েছে মাত্র এক বছর

দীপক গোপ এসপিটি-কে জানান- “মাত্র এক বছর হয়েছে জয়শলমীরে তারা গোল্ডেন ভিলা চালু করেছেন। কিন্তু এর মধ্যেই তারা বিপুল সারা পেয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে। এবারের পুজোর মরশুমেও তাদের হোটেল ও ক্যাম্প ইতিমধ্যেই বুকিং হতে শুরু করেছে। ভালোই সাড়া মিলছে। আশা করছি, গতবারের রেকর্ড ছাপিয়ে যাবে।”

এখন জয়শলমীরে ৫৫টি ডেজার্ট ক্যাম্প

এখন জয়শলমীরে ৫৫টি ডেজার্ট ক্যাম্প রয়েছে। সব কটি খুবই উন্নত মানের।জয়সালমীরের বেশিরভাগ মরুভূমি শিবিরগুলি স্যাম স্যান্ড টিউনের কাছে অবস্থিত এবং সম্প্রতি খুরি বালির টিউনগুলিও বেশ কয়েকজন ভ্রমণকারী পরিদর্শন করছেন। প্রতিটি তাঁবু থেকে, আপনি মরুভূমি মরুভূমির একটি কমান্ডিং ভিউ পাবেন।তাঁবুতে কাস্টম ডিজাইনিং, ঐতিহ্যবাহী আসবাবপত্র এবং আপনার প্রয়োজন হতে পারে এমন সমস্ত মৌলিক সুবিধা রয়েছে। জয়সালমিরের একটি বিলাসবহুল মরুভূমি শিবিরে, আপনি আপনার জীবনের সময় জিপসি নাচ এবং সঙ্গীতের সাক্ষী হতে পারেন, বা উটের পিঠে মরুভূমির সাফারিতে যেতে পারেন।

https://sangbadprabhakartimes.com/rajasthan-is-uni…in-the-world-map/ ‎

Published on: আগ ৬, ২০২৩ @ ২৩:৫০


শেয়ার করুন