কার্শিয়াং-এ জাতীয় সড়কে ভয়াবহ ধসে তলিয়ে গেল রাস্তার একাংশ

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২৫, ২০২১ @ ১৭:৫৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৫জুন:  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভয়াবহ ধস নামল দার্জিলিং জেলার কার্সিয়াং-এ জাতীয় সড়কে।ধসের তীব্রতা এতটাই ভয়াবহ আকার নেয় যে ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ নদীতে তলিয়ে গিয়েছে।বৃষ্টির ফলে রাস্তা মেরামতে সময় লাগবে বলে প্রশাসন সূত্রে জান গিয়েছে।

সূত্রে খবর, দার্জিলিং জেলার কার্শিয়াং থানা এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কের দু’টি এলাকায় ভয়াবহ ধস নামে। তিনধারিয়ার গৌরীগাঁও এবং পুরনো হাসপাতালের কাছে। ধসের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গৌরীগাঁওতে ৭০ মিটার রাস্তা প্রায় ৬০ মিটার নীচে নিদীতে ভেসে গিয়েছে। পুরনো হাসপাতালের কাছে ৭০ মিটার রাস্তা তো একেবারে ভেঙে গিয়েছে। একটি বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর মেলেনি।

এই রাস্তা ধরে সুকনা থেকে তিনধারিয়া হয়ে কার্শিয়াং যাওয়া যায়। এই পরিস্থিতিতে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তবে একটি বিকল্প রাস্তাও আছে। সেই বিকল্প রাস্তা দিয়ে রোহিনী হয়ে দার্জিলিং ও কার্শিয়াং-এর সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ স্বাভাবিক আছে। ২০১১ সালেও ৫৫ নম্বর জাতীয় সড়কে কার্শিয়াং-এ ভুমিধসের কবলে পরেছিল। এর ফলে সড়ক যোগাযোগ ও টয় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। দার্জিলিং জেলার এক আধিকারিক জানিয়েছেন- ভূমিধসের ফলে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির ফলে রাস্তা পুনরুদ্ধারে সময় লাগবে।

তবে এখনই উত্তরবঙ্গে আকাশ পরিষ্কারের কোনও খবর নেই। আবহাওয়া দফগতর থেকে জানানো হয়েছে, বৃষ্টি হবে উত্তরবঙ্গজুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার ও জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে বকি জেলাগুলিতে বৃষ্টির পরিমান কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

Published on: জুন ২৫, ২০২১ @ ১৭:৫৫


শেয়ার করুন