পশ্চিমবঙ্গেও পাশ হয়ে গেল CAA বিরোধী প্রস্তাব, বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৭, ২০২০ @ ২৩:৩৩

এসপিটি নিউজ ডেস্ক: এবার পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল। এর আগে কেরল, পাঞ্জাব, রাজস্থানেও CAA বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেছে।আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম-কংগ্রেস এই প্রস্তাব সমর্থন করায় ভোটাভুটি ছাড়াই এই প্রস্তাব পাশ হয়ে যায়।

াজ রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন- এই আইন প্রণয়নের ফলে দেশের মানুষ আজ বিপন্ন। দেশ আজ বিপন্ন। তাই এই বিরোধী প্রস্তাব আনা হল। বৈধ ভারতীয় নাগরিকরা সমস্যায় পড়েছেন, অবিলম্বে CAA , NPR প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কেরল আন্দোলন 31 ডিসেম্বর 2019 এই বিরোধী প্রস্তাব আনে এবং পাঞ্জাব বিধানসভায় গত 17 জানুয়ারি CAA বিরোধী প্রস্তাব পাশ হয়। রাজস্থানে পাশ হয় গত ২৫ জানুয়ারি। এরপর পশ্চিমবঙ্গও একই পথে হাঁটল।

এনআরসি, এনপিআর এবং সিএএ এক সাথে জুড়ে আছে- মমতা

মমতা বলেছেন- সিপিএম এবং কংগ্রেস নিজেদের মতভেদগুলি দূর করে ফ্যাসিবাদ বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন।সময় এসে গেছে, এখন নিজেদের মতভেদ দূর করে এক জোট হয়ে লড়াই করে দেশকে বাঁচানোর। এনআরসি, সিএএ ও এনপিআর সবই একের সঙ্গে অন্যের যোগ আছে যা দেশবাসীর বিরুদ্ধে গেছে।

Published on: জানু ২৭, ২০২০ @ ২৩:৩৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − = 13