61 দিন বাদে বিমান পরিষেবা চালু হচ্ছে, আগস্টের আগেই চলতে পারে আন্তর্জাতিক উড়ানও

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

কাল থেকে পুনরায় শুরু হচ্ছে দেশের ভিতর যাত্রীবাহী বিমান চলাচল।
আগস্টের আগেই চালু হয়ে যেতে পারে আন্তর্জাতিক বিমান চলাচল।জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।
দেশের ভিতর মেট্রো শহরগুলির মধ্যে বিমান চলাচল এক-তৃতীয়াংশ রাখতে বলা হয়েছে।
 Published on: মে ২৪, ২০২০ @ ২০:২১
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, ২৪ মে:  অবশেষে আবার চালু হচ্ছে যাত্রীবাহী উড়ান পরিষেবা। তবে দেশের ভিতর। এরপর আবার আন্তর্জাতিক উড়ানও চলতে শুরু করবে বলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সব রকম নিয়ম মেনেই চলানো হবে উড়ান। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন আগস্টের আগেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে পারব।

তিন দিন আগে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয় থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে আগামী 25 মে থেকে দেশের ভিতর উড়ান পরিষেবা আবার শুরু করা হবে। তবে যেরকম সংখ্যা চলে তার চেয়ে কম। এক-তৃতীয়াংশ। আর যাত্রীদের সেক্ষেত্রে কিছু নইওম মেনে চলতে হবে। সেই ব্যাপারে তারা নির্দেশিকাও দিয়ে রেখেছে।লকডাউনের ফলে গত ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বিমান পরিষেবা।

নয়া নির্দেশিকা

সব দিক বিবেচনা করেই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় 25 মে থেকে দেশের ভিতর বিমান চলাচল শুরু করার জন্য এয়ারলাইন সংস্থাগুলিকে অনুমতি দিয়েছে। যে সমস্ত নির্দেশিকা তারা জারি করেছে তা হল-

1) দেশের ভিতর মেট্রো শহরগুলির মধ্যে বিমান চলাচল এক-তৃতীয়াংশ রাখতে বলা হয়েছে।
2) মেট্রো থেকে অ-মেট্রো শহর এবং বিপরীত দিকে অপারেশনগুলির জন্য যেখানে সপ্তাহে প্রস্থান ১০০ -রও বেশি সেখানে এয়ারলাইন কোম্পানিগুলিকে মুক্তভাবে পরিচালনার জন্য এক-তৃতীয়াংশ অনুমোদন দিয়েছে।
3) মেট্রো থেকে অ-মেট্রো শহর এবং বিপরীত দিকে অপারেশনগুলির জন্য যেখানে সপ্তাহে প্রস্থান ১০০ -রও কম সেখানেও এয়ারলাইন কোম্পানিগুলিকে  মুক্তভাবে পরিচালনার জন্য এক-তৃতীয়াংশ অনুমোদন দিয়েছে।
4) অন্যান্য শহরহুলিতে বিমান চলালের জন্য জন্য মোট যা ক্ষমতা তার এক-তৃতীয়াংশ অনুমোদন দেওয়া হয়েছে।
5) মেত্রো সিটি হিসেবে ধরা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, কল্কাতাকে।
6) তবে এই নির্দেশিকা আরসিএস উড়ান ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি বললেন

ভারতে দেশের ভিতর বিমান পরিষেবা যখন চালু হয়ে যাচ্ছে তখন সকলের মধ্যেই এই প্রশ্ন দেখা দিয়েছে যে আন্তর্জাতিক বিমান পরিষেবা তাহলে কবে থেকে চালু হবে? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন কেন্দ্ররীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি জানিয়েছেন -“আগস্টের আগে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের একটা বড় অংশ পুনরায় চালু করার চেষ্টা করবে ভারত।

“আমি পুরোপুরি আশাবাদী যে আগস্ট বা সেপ্টেম্বরের আগে আমরা আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল শুরু করার চেষ্টা করব, যদি আন্তর্জাতিকভাবে অপারেশন সম্পন্ন না হয় তবে,” পুরি বলেছিলেন।

টাফি আবার নতুনভাবে তাদের কাজকর্ম শুরু করতে চলেছে

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানান যে আবার আগের অবস্থায় ধীরে ধীরে ফিরে আসছে বিমান পরিষেবা। প্রথমে দেশীয় পর্যায়ে পরে আন্তর্জাতিক পর্যায়ে চালু হচ্ছে বিমান চলাচল। তবে আমরা সারা দেশে আমাদের সব এজেন্ট্রাই তাদের অফিস খুলে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আবার নিজেদের জায়গা ফিরে পাব।

Published on: মে ২৪, ২০২০ @ ২০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =