Published on: ডিসে ৩০, ২০২০ @ ২১:৫৫
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ: সময় কখনও ফিরে আসে না এমনটাই জেনে থাকি। তবে ক্যালেন্ডারের মধ্য দিয়ে সময় কিন্তু নিজেকে পুনরাবৃত্তি করে। ইতিহাসের এমনই প্রবণতা। আর তাই তো একইভাবে, 112 বছরের 12 টি ক্যালেন্ডার 2021 এর সাথে মিলতে দেখা গেছে।যা সত্যিই অবাক করে দেওয়ার মতো ব্যাপার। ফেলে আসা সেই 1971 সালের ক্যালেন্ডার আবারও দেখা যাবে 2021 সালের ক্যালেন্ডারে।একদম একরকম।
50 বছর আগের ক্যালেন্ডার, অর্থাৎ 1971 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। এমনকী ওই বছরের শেষ দিনটিও শুক্রবারেই পড়েছিল। শুধু প্রথম বা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ এবং সময় ঠিক একই রকম।
একাত্তর সহ মোট 25 বছরের ক্যালেন্ডারের সাথে 2021 এর মিল রয়েছে। যার মধ্যে পিছনে ফেলে আসা বছরগুলি হল- এগুলি হল – 1909, 1915,1926, 1937, 1943, 1954, 1965, 1971, 1982, 1993, 1999 এবং 2010. এবার 2021। এরপর সামনে আরও বেশ কয়েকটি বছরের ক্যালেন্ডার একই রকম হবে । সেই বছরগুলি হল- 2027, 2038, 2049,2055, 2066, 2077, 2083,2094, 2100,2106, 2117, 2123, 2134.
Published on: ডিসে ৩০, ২০২০ @ ২১:৫৫