আজ কলকাতায় টাফি’র এজিএম-এ উঠে এল ভ্রমণ ও পর্যটনের নানা দিক

Main কোভিড-১৯ দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০২২ @ ২৩:৪৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ মার্চ:  কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে পর্যটন শিল্পকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। ভারতও তাতে যথারীতি যোগ দিয়েছে। প্রতিটি ভ্রমণ সংস্থা এই বিষয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। তবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে ভ্রমণ ও পর্যটন শিল্পকে সুরক্ষিত রেখে ট্রাভেলারদের নিরাপদে ভ্রমণের সুযোগ করে দেওয়া। সেক্ষেত্রে ভ্রমণ সংস্থার পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন কোম্পানিগুলিও তাদের পরিষেবাকে নতুন মাত্রা দিতে চালু করছে আকর্ষণীয় অফার। নিয়ে আসছে নতুন নতুন উড়ান পরিষেবা। আর এসব কিছুই উঠে এল আজ কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়া বা টাফি’র অ্যানুয়াল জেনেরেল মিটিং-এ।

এদিনের সভার মূল আকর্ষণ ছিল এএসইজিও

আজ মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হল টাফি’র অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে টাফি’র (পূর্বাঞ্চল) চেয়ারম্যান অনিল পাঞ্জাবির সভাপতিত্বে পরিচালিত হল তাদের বার্ষিক সভা।সভায় টাফি’র সদস্যদের পাশাপাশি অংশ নিয়েছিলেন একাধিক বিমান কোম্পানির প্রতিনিধিরা।তারা জানাল তাদের নয়া পরিকল্পনার কথা। তবে এদিনের সভার মূল আকর্ষণ ছিল এএসইজিও-র উপস্থিতি এবং তাদের ভ্রমণ সহায়ক পরিকল্পনার কথা তুলে ধরা। যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অ্যাসিগো’র ভূমিকা

এদিনের সভায় উজ্জ্বল উপস্থিতি ছিল ‘অ্যাসিগো’ বা এএসইজিও। কোভিড পরবর্তী সময়ে ভ্রমণ ও পর্যটনের দুনিয়ায় যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিন সেকথাই বলেন অ্যাসিগো গ্রুপের প্রতিষ্ঠাতা দেব কারভাট।বর্তমান সময়ে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের সুরক্ষিত ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরী হয়ে উঠেছে। আর সেক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। এককথায় ভ্রমণ সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ‘অ্যাসিগো’র গুরুত্ব অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে শুরু করেছে। যারা ইতিমধ্যেই গোটা ভারতে বহু ভ্রমণকারীকে সুরক্ষিতে রেখেছেন।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি যা বলেছেন

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- প্রত্যেক ট্রাভেলারের নিজের সুরক্ষার জন্য বীমা করা অত্যন্ত জরুরী। তাদের যদি বীমা না থাকে তাহলে বিদেশে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে পারে। তাই সেক্ষেত্রে বীমা করা খুব দরকার। ইন্স্যুরেন্স অত্যন্ত বাধ্যতামূলক ভ্রমণের জন্য। নিরাপদে ভ্রমণের জন্য। আজ এটা ভালো করে ব্যাখ্যা করা হয়েছে। আপনি যদি বিদেশে যান ব্যাগে যদি অত্যন্ত মূল্যবান জিনিস থাকে তাহলে সেটা যাতে নিরাপদে রাখা যায় সেজন্য বীমা করা দরকার। এটা ট্রাভেলারদের বোঝানো যাচ্ছে। তারাও সেটা বুঝতে পারছে। কাল আপনি বেড়াতে যাচ্ছেন আচমকা আপনার শরীর খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন- সেক্ষেত্রে এই বীমা করা থাকলে আপনি নয়া পথ খুঁজে পাবেন। কিংবা আপনার চিকিৎসার জন্য সহায়ক কিংবা সাহয্যকারী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারা।”

বিমান কোম্পানিগুলির নয়া পরিষেবা

“বিমান কোম্পানিগুলি তাদের নয়া পরিষেবা চালু করার দিকে নজর দিয়েছে। এয়ার ইন্ডিয়া নতুন উড়ান পরিষেবা চালু করছে। কলকাতা থেকে হংকং নতুন বিমান পরিষেবা চালু হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স আসছে। থাই স্মাইল আসছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স নতুনভাবে আসছে। সামনের সপ্তাহে তারা প্রেসের সঙ্গে মিট করবে। একেবারে নতুন ভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে সমস্ত বিমান কোম্পানিগুলি। তারা পূর্ণোদ্যমে তাদের পরিষেবা চালু করতে চলেছে।” বলেন টাফি’র চেয়ারম্যান।

Published on: মার্চ ১৫, ২০২২ @ ২৩:৪৯


শেয়ার করুন